বেলকুচিতে কর্মহীন ও অসহায়ের পাশে উপজেলা চেয়ারম্যান

0
160
728×90 Banner

আবির হোসাইন শাহিন : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা করোনা মহামারীতে কর্মহীন অসহায় দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে উপজেলা নুরুল ইসলাম সাজেদুল ও চেয়ারম্যানের সহধর্মিনী বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী সুমা বিশ্বাসের ব্যক্তিগত নগদ অর্থে কর্মহীন ও অসহায়ের সহায়তা করেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত করোনা মহামারীতে কর্মহীন নিম্ন আয়ের মানুষকে দৌলতপুর কলেজ মাঠ ও কান্দাপাড়াসহ বিভিন্ন এলাকায় দুস্থ অসহায় মানুষের মাঝে লক্ষাধিক নগদ টাকা সহায়তা করেন এবং সকলকে সরকারের বিধি বিধান মেনে চলার জন্য আহ্বান জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, সরকারী ত্রানের পাশা-পাশি আমি আমার ব্যক্তিগত তহবিল এবং সহধর্মিনী সুমা বিশ্বাসের তহবিল থেকে অসহায় কর্মহীন পরিবারকে সহায়তা করে যাচ্ছি। ত্রাণ এবং নগদ অর্থ সহায়তা অব্যহত আছে এবং থাকবে। যে কোন দুর্যোগে আমাকে পাশে পাবেন। সমাজে যারা বিত্তবান তাদের প্রতি আমার আহ্বান, সাধ্যমতো অসহায়দের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তাহলে এ দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব হবে। অর্থ সহায়তাকালে উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাজী পিয়ার হোসেন, দৌলতপুর আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আলতাব হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মোল্লা, যুবলীগ নেতা শাহীন, পৌর মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি ফজলে রাব্বি, ছাত্রলীগ নেতা মামুনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here