বেলকুচিতে নব নির্বাচিত উপজেলা পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর

0
202
728×90 Banner

আবির হোসাইন শাহীন : সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল , ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ ও মহিলা ভাইস্ চেয়ারম্যান মোছাঃ রত্না বেগম কে বরণ করে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সেই সাথে সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান ও ভাইস্ চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মহিলা ভাইস্ চেয়ারম্যান মোছাঃ রাজিয়া সুলতানা মিলন কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস্ চেয়ারম্যান দেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে ।
সেই সাথে বিদায়ী পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভাইস্ চেয়ারম্যানদেরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।
২৩ এপ্রিল মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক সমন্বয় সভায় এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াছমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুণাংশু মন্ডল, কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগন।
উল্লেখ্য যে, চতুর্থ উপজেলা পরিষদের চেয়ারম্যানগন ২২ এপ্রিল ২০১৪ ইং দায়িত্বভার গ্রহণ করেছিলেন , কিন্তু গত ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ইং পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণের জন্য উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ পদত্যাগ করার কারণে প্যানেল চেয়ারম্যান ১ আরিফুল ইসলাম সোহেল দায়িত্ব প্রাপ্ত হন, এবং ২২ এপ্রিল ২০১৯ ইং পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে মেয়াদ শেষ করেন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here