বেলকুচিতে প্রসেস মিলের দূষিত পানির কারনে বাড়ছে পানিবাহিত রোগ ও অটিজম শিশুর সংখ্যা।

0
215
728×90 Banner

আবির হোসাইন শাহিন (সিরাজগঞ্জ) প্রতিনিধি: তাত শিল্প খ্যাত সিরাজগঞ্জ বেলকুচিতে প্রসেস মিলের দূষিত পানির কারনে বাড়ছে পানিবাহিত রোগ ও অটিজম শিশুর সংখ্যা। সিরাজগঞ্জের বেলকুচির মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ভৌগলিক কারনে বেলকুচি উপজেলা বেশীর ভাগ মানুষই তাঁত শিল্প নির্ভরশীল।
উপজেলা সদর থেকে শুরু করে সর্বত্রই ব্যাংগের ছাতার মত গড়ে উঠেছে এসব প্রসেস মিল।কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এইসব প্রসেস মিলের পানির কারনে পরিবেশ ও জনজীবন বিপযস্ত। প্রসেস মিলের পানি নিদিষ্ট জায়গা ফালার কোন জায়গা না থাকার কারনে এসব প্রসেস কারখানার বর্জের রং মিশ্রিত পানি ও কেমিক্যালযুক্ত পানি যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই ফেলছেন। দূষিত পানির কারণে পরিবেশ দূষণ সহ সৃষ্টি হচ্ছে মানুষের নানা ধরনের রোগ এবং বাড়ছে অটিজম শিশুর সংখ্যা।
এলাকাবাসীর তথ্য মতে প্রসেস মিলের বর্জের দূর্গন্ধের কারনে নিঃশাস নেওয়া কস্ট ছাড়াও টিউবওয়েলর পানি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমরা এ দূর্ভোগ থেকে মুক্তি চাই।
বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান জানান, বেলকুচি তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা। প্রসেস কারখানা এই শিল্পের অন্যতম উপাদান। তাই আমরা এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য প্রসেস কারখানা মালিকদের ডেকে মিটিং করে একটা সুনির্দিষ্ট স্থান নির্ধারনে মাধ্যমে উভয় দূর্ভোগ নিরসনের চেষ্টা করছি।
এ ব্যাপারে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আশরাফুজ্জামান মুঠোফোনে জানান, আমরা বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি। তারা সিদ্ধান্ত দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here