আবির হোসাইন শাহিন বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার গাড়ামাসীস্থ আর্দশ সংঘের প্রধান কাযালয়ে বেলকুচি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মিদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কেক কাটা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সন্ধ্যার পর বেলকুচি পৌর এলাকার গাড়ামাসীস্থ আদর্শ সংঘের কার্যালয়ে এই দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
এসময় বেলকুচি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বেলকুচি উপজেলা শাখার প্রতিষ্টাতা সভাপতি জাহিদুল হক আজিমের সভাপতিত্বে ও বায়োজিত বোস্তামি তাপসের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন আমাদের দেশের ইতিহাস অন্য সকল দেশের ইতিহাসের থেকে ভিন্ন কারন আমি এমন মহামানুষকে পেয়েছিল যার ডাকেই সাত কোটি মানুষ নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধাে নামেন। কিন্তু আমাদের এতো দুর্ভাগ্য যে মাত্র ৫৫ বছর বয়সেই বাংলার রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মতিন প্রাং, বেলকুচি সরকারি কলেজের সাবেক ভাইচ প্রিন্সিপাল সাইদুর আলম, বেলকুচি উপজেলা পরিষদের নবনিবাচিত ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগের সাবেক সভাপতি ওমর আলী।
এছাড়াও আর উপস্থিত ছিলেন গাড়ামাসী গ্রামের মুরুবিয়ান ও যুবকবৃন্দ। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।