Daily Gazipur Online

বেলকুচিতে স্কুল ছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও

আবির হোসাইন শাহিন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জে বেলকুচিতে স্কুল ছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার দেলুয়া এলাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষাকরলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুররহমান। বুধবার বিকালে দেলুয়া গ্রামের কনের বাড়ীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে বেলকুচি পৌরসভার দেলুয়া গ্রামের পঞ্চমশ্রেণির ছাত্রী (১৫) এর সাথে টাংগাইল জেলার সদর উপজেলার চর ক্ষিদির গ্রামের বেকার যুবক(১৯) এর সাথে বিয়ের আয়োজন চলছিল। বর ও কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে কনের মাতা ও বরের নানা প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন এবং বরেরপিতা কনের মাতাকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন এবংতাদের ছেলে ও মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এসময় আরও উপস্থিত ছিলেন পেশকার মো. হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।