Daily Gazipur Online

বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে দোকানীদের সতর্ক করল পুলিশ

মোঃ রাজিব হোসেন : বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে ঢাকা মেট্রোপলিটন গেন্ডারিয়া থানাধীন এস কে দাস রোড এলাকায় বেশ কিছু সিগারেট বিক্রির দোকানদারকে সতর্ক করেছে পুলিশ। গেন্ডারিয়া এলাকার সিগারেট ক্রেতাদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কয়েকটি শ্রেণির সিগারেট বিশেষ করে, পাইলট, ও ডার্বি প্রতি শলাকা খুচরা পর্যায় নির্ধারিত দাম ৪/- টাকা হলেও ৫/- টাকা, এবং স্টার ৬/- টাকার স্থলে ৭/- টাকা করে বিক্রি করছে। এধরনের অভিযোগের প্রেক্ষিতে গেন্ডারিয়া থানার এস.আই সুব্রত দাস (শিবুর) নেতৃত্বে গতকাল বিকালে অভিযান পরিচালনা করার সময় বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা পাওয়া গেলে দোকানিদেরকে আটক করা হয়। পরবর্তী সময়ে ব্যবসায়িক মালিক সমিতির অনুরোধে ভবিষ্যতে নির্ধারিত মূল্যে সিগারেট বিক্রি করবে এরকম অঙ্গিকার করলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

আপরদিকে, বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে ঢাকা মেট্রোপলিটন শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ এলাকায় বেশ কিছু সিগারেট বিক্রির দোকানদারকে সতর্ক করেছে পুলিশ। শাহবাগ এলাকার সিগারেট ক্রেতাদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কয়েকটি শ্রেণির সিগারেট বিশেষ করে, পাইলট, ও ডার্বি প্রতি শলাকা খুচরা পর্যায় নির্ধারিত দাম ৪/- টাকা হলেও ৫/- টাকা, এবং স্টার ৬/- টাকার স্থলে ৭/- টাকা করে বিক্রি করছে। এধরনের অভিযোগের প্রেক্ষিতে শাহবাগ থানার এস.আই আজমলের নেতৃত্বে গতকাল বিকালে অভিযান পরিচালনা করার সময় বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা পাওয়া গেলে দোকানিদেরকে আটক করা হয়। পরবর্তী সময়ে ব্যবসায়িক মালিক সমিতির অনুরোধে ভবিষ্যতে নির্ধারিত মূল্যে সিগারেট বিক্রি করবে এরকম অঙ্গিকার করলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।