Daily Gazipur Online

বেসরকারী ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সরকারী নিয়ন্ত্রনে নিয়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে হবে

ডেইলি গাজীপুর ৯ সংবাদবিজ্ঞপ্তি ) : আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব ও আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) বলেন, লক ডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করেই সরকার ক্ষান্ত হলে হবে না। দেশের একটি পরিবারও যেনো অভুক্ত না থাকে সে বিষয়ে সরকারী পদক্ষেপ আরো জোরালো করতে হবে। সরকারী উদ্যোগ গুলো অতীতের মতো দুষ্টুলোকদের কবলে গেলে দেশে করোনার চেয়েও ভয়াবহ হবে উঠবে ক্ষুধা। তিনি বেসরকারী পর্যায়ের সাহায্য বাড়াতে বিত্তবানদের আহবান জানান এবং চিকিৎসা খাতে বেসরকারী ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সরকারী নিয়ন্ত্রনে নিয়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি মহামারী করোনা দুর্যোগে সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে থাকার উদাত্ত আহবান জানান। আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের উদ্যোগে ০৪ এপ্রিল দুপুরে নগরীর বিভিন্ন স্পটে মাস্ক বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাতের প্রেসিডিয়াম সদস্য ও আন্জুমানে রজভীয়া নূরীয়া কাতার কমিটির সভাপতি আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা, রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, আন্জুমানে রজভীয়া নূরীয়া চট্টগ্রাম মহানগর নেতা এস এম ইকবাল বাহার, হাফেজ আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ শিহাব উদ্দিন জির্মন, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ তৈয়ব প্রমুখ।