বৈরী আবহাওয়া উপেক্ষা করে গাজীপুরে ঈদ উদযাপন

0
230
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বৈরী আবহাওয়া সত্ত্বেও গাজীপুরে সারা দেশের ন্যায় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত।
সারা বছরে প্রধান যে দুই ধর্মীয় উৎসবে মুসলমানরা স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এর অন্যতম হলো ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রোজা শেষে এই পবিত্র ঈদ ধনী-গরীব, উঁচু-নিচু নির্বিশেষে সকল শ্রেণীর লোকদের মাঝে ভালবাসা, সম্প্রীতি ও ঐক্যের সুদৃঢ় বন্ধন তৈরি করে।
গাজীপুরে সকাল থেকে বৈরী আবহাওয়া থাকলেও বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদে মসজিদে মোনাজাতের মাধ্যমে তারা শান্তিপূর্ণ সহাবস্থান, পরম সহিষ্ণুতা ও শাশ্বত কল্যাণ কামনা করেন। কামনা করেন পবিত্র ঈদুল ফিতরের সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহ্বানে সারা বছরই শান্তি-সুধায় ভরে থাকুক প্রতিটি মানুষের হৃদয়।
কোন যানজট না থাকায় গাজীপুরে এবারের ঈদ আনন্দ আরও বেশি অর্থবহ হয়েছে সাধারণ মানুষ কোন ভোগান্তি ছাড়া প্রিয়জনের কাছে পৌঁছাতে পারায়। এজন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং আশা করেন ভবিষ্যতেও মানুষের ভোগান্তি লাঘব করতে সংশ্লিষ্টরা নিজেদের চেষ্টা অব্যাহত রাখবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here