
ডেইলি গাজীপুর প্রতিবেদক: পহেলা বৈশাখের দিনে আপনার সাজ পোশাকে থাকতে হবে বাঙালি ঐতিহ্য। শাড়ির সাথে ফুলের ব্যবহার আপনাকে করে তুলবে সত্যিকারের বাঙালি ললনা। ফুল দিয়ে আপনার চুল সাজাতে হলে আপনি কাঠবেলী, রজনীগন্ধার লম্বা মালা, মাধবীলতা, কাঁঠালচাঁপাসহ আরো নানা দেশীয় ফুল ব্যবহার করতে পারেন। নতুন বছরের প্রথম দিনে ফুল দিয়ে সাজলে আপনাকে যেমন সুন্দর লাগবে, তেমনি ফুলেল সৌরভে আপনার চারপাশের মানুষ মোহিত হবে। সেইসাথে প্রচÐ গরমের মাঝেও ফুলের øিগ্ধ গন্ধ আপনাকে প্রশান্তি দেবে সারাক্ষণ। ফুলের সাজ নিয়ে আমাদের এবারের আয়োজন। ফুল দিয়ে নিজেকে অনিন্দ্য সুন্দর করে সাজাতে হলে কিছু নিয়মনীতি মেনে চলতে হয়। বড় চুলের সাজ হবে একরকম এবং ছোট চুলের সাজ হবে আরেকরকম। আবার গলায় ও হাতে ফুল দিয়ে নিজেকে সাজাতে হলে কিছুটা নিয়ম জানতে হয়। চুল একদম ছোট হলে অসুবিধা নেই। বাজারে ক্লিপের সঙ্গে লাগানো আলগা খোঁপা কিনতে পাওয়া যায়। পনিটেল করে উপর দিয়ে আলগা খোঁপা লাগাতে পারেন। এবার মন চাইলে তার সাথে ফুলও যোগ করতে পারেন। গলায় ও হাতে ফুলের ছোঁয়ায় ফুলের সাজ আপনাকে øিতায় ভরিয়ে দেবে। এজন্য অবশ্যই ছোট আকারের ফুল ব্যবহার করতে হবে। লম্বা মালা করে পরতে পারেন আবার গলার সঙ্গে চিক হিসেবেও পরতে পারেন। গলার সাজে ভিন্ন লুক আনতে পুঁতির মালার সঙ্গে ফুল ব্যবহার করতে পারেন।
বড় চুলের সাজ
যাদের চুল লম্বা তারা বিভিন্নভাবে ফুল দিয়ে নিজেকে সাজিয়ে নিতে পারেন। নিচে বড় চুলের সাজ নিয়ে কিছু টিপস্ দেওয়া হলো-
হাতখোঁপা অথবা একটু ভিন্নভাবে খোঁপা করে নিন। খোঁপার চারপাশে ছোট ছোট গোলাপ আটকে দিন। ঠিক খোঁপার মাঝখানে বড় একটি গোলাপ লাগান। এবার আয়নায় নিজেকে দেখুন কতটা সুন্দর লাগছে আপনাকে।
পুরো খোঁপাটি বেলীফুলের মালা দিয়ে ঢেকে দিতে পারেন। কানের পাশ দিয়ে অন্যকোনো একটি ফুলের মালা লাগান। এতেও আপনাকে অনেক সুন্দর লাগবে।
চুলগুলো গুছিয়ে নিয়ে বেণী করে ফেলুন। শক্তভাবে বেণী শুর”র প্রান্ত থেকে ৮ থেকে ১০টি বেলী ফুলের মালা আটকে নিন।
বেণী করে শুধু গাজরা লাগাতে পারেন।
একটু ভিন্নতা আনতে চাইলে বেলীফুলের সঙ্গে বেণীর উপর থেকে নিচ পর্যন্ত একটু পরপর ছোট সাদা গোলাপ আটকাতে পারেন।
খোলা চুলেও কানের পাশ দিয়ে দু-তিনটি ফুল লাগিয়ে নিতে পারেন।
বেণীজুড়ে ছোট কোনো ফুলের মালা পেঁচিয়ে পরতে পারেন। এতেও আপনাকে সুন্দর লাগবে।
বৈশাখের বর্ণিল সাজে
আনন্দ, রঙ এবং রূপ যেন একই সূত্রে গাঁথা। তাই পহেলা বৈশাখে সেই উৎসবের আনন্দকে পূর্ণতা দিতে বাঙালি মেতে উঠবে রঙের খেলায়। সাজবে সবাই রঙিন সাজে। বর্ষবরণ উৎসবে রঙিন দিনের সোনালি ছটায় আপন সৌন্দর্যে আপনিও হয়ে উঠতে পারেন মোহনীয়।
