Daily Gazipur Online

ব্যাংকের লেনদেন ১০টা থেকে ১২টা পর্যন্ত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় দেশের ব্যাংকিং ব্যবস্থার কর্মঘণ্টা কমিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের শাখায় লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা।
২৯ মার্চ রবিবার থেকে সর্বসাধারণের প্রয়োজনীয়তায় ব্যাংক খোলা থাকলেও সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত কর্মঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, ফলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে দেশের সব অফিস-আদালত।
সাধারণ ছুটির এই সময়ে ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। তবে লেনদেনর সময় আরো সীমিত। লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
গত ২৪ মার্চ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, গ্রাহকের লেনদেনের সুবিধার্থে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।