ব্যালটে ‘‘না “ ভোটের বিধান অন্তর্ভূক্ত রাখার দাবী

0
57
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : না ভোট পুনর্বাহল আন্দোলনের আহ্বায়ক বঙ্গদ্বীপ এম এ ভাসানী ওরফে মোসতাক ভাসানী ছয়টি জাতীয় সংসদ উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কমে যাওয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন ছয়টি উপনির্বাচনের ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম এবং নগণ্য ,, আমি সব সময় ব্যালটে অসম্মতি প্রদান যে তথা ,, না ভোট ,,,প্রদানের বিধান রাখার কথা বারবার বলে আসিয়াছি,, এতে করে ভোটারদের উপস্থিতি আরো বহু অংশ বেড়ে যেত ,, এবং নির্বাচন আরো অর্থবহ হত,, গণতান্ত্রিক ভাবে নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকলেও আমি মনে করি যেহেতু ৫০% এর নিচে ভোটারদের উপস্থিতি এ নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা হবে এটা সাধারণ মানুষেরই কাছে আমি এর বিবেচ্য বার ছেড়ে দিলাম ,, এর জন্য দায়ী নির্বাচন কমিশন ও চলমান রাজনীতি , সরকার ও প্রধান বিরোধী দল সহ সবাই দায়ী ,, আমাদের দেশে হাওয়া থেকে পাওয়া বলে একটি কথা আছে,, টাকার বিনিময়ে মার্কা বেচাকিনা হয় ,, আবার প্রতিপক্ষকে ব্যালেন্স করার জন্য অনেক সময় কালো টাকার মালিকদের খোঁজ করে যোগাড় করতে হয় ,, কারো হাতে যদি বন্দুক থাকে এটা ব্যালেন্স করার জন্য তেমন আরেকটি পিস্তলের দরকার পড়ে ,, ব্যাপারটা অনুরূপ ,, এভাবে আমাদের দেশে কালো টাকার রাজনীতি স্থান পেয়ে গেছে ,, সাধারণ জনগণ তথা ভোটাররাও কোন অংশে দায় এড়াতে পারে না ,, সব মিলিয়ে ভোটাররাও দায়ী, তাই আমি ভোটারদের উপস্থিতির সংখ্যা বাড়ানো অপরদিকে বৃহত্তর দলগুলো যাতে সঠিক লোকদের মনোনয়ন দেয় এসবের কারণে ব্যলটে অসম্মতি প্রদান তথা না ভোটের বিধান রাখারও আমি দাবী করেছি বারবার।,, না ভোটের মার্কা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here