Daily Gazipur Online

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ-ম্যাজিস্ট্রেট সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম বলেছেন বিচার প্রার্থীদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পুলিশ-ম্যাজিস্ট্রেট ও আইনজীবীসহ সকলে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন আইন শৃংখলা রক্ষার্থে পুলিশ সার্বক্ষনিক পরিশ্রম করে আসছে। আইন শৃংখলা রক্ষা ও মামলা সঠিক তদন্তের স্বার্থে সকলে সহযোগিতা করতে হবে। বুধবার বিকাল ৪টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেট মাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ এর সভাপতিত্বে তিনি আরো বলেন আমাদের ম্যাজিস্ট্রেটগণ খুবই দক্ষ এবং বিজ্ঞ। আদালতে আসা বিচার প্রার্থীদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন বিচার প্রার্থী অসহায় মানুষ যেন ন্যায় বিচার থেকে হতাশ না হয় সে দিকে সকলে খেয়াল রাখতে হবে। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন এর সঞ্চালনায় এসময় বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত, জজ কোর্ট পিপি এডঃ এস.এম ইউসুফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ শফিউল আলম লিটন, অতিরিক্ত পিপি এডঃ নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক এডঃ এ,কে এম কামরুজ্জামান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, সদর হাসপাতালের আর এম ও ডাঃ ইকরামুর রেজা, কোর্ট পুলিশ পরির্দশক কাজী দিদারুল আলম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজাম, সমাজ সেবার উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার আলম, আয়েশা বেগম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারান্নুম রাহাত জাহিদ হোসাইন, মোঃ জ্যাকী আল ফারাবী, সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান ভূইয়া, সহকারী পুলিশ সুপার মোঃ তারেক সিকান্দার, জেল সুপার মোঃ ইকবাল হোসেন প্রমুখ। সভার পুর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জুলফিকার আলী।