
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ড. আমিনা খাতুন ও সাধারণ সম্পাদক পদে ড. তাপস কুমার সরকার নির্বাচিত হয়েছেন।
সোমবার ব্রি বিজ্ঞানী সমিতির ২০১৯-২০২০ বছরের কার্য নির্বাহী পরিষদের নব নির্বাচিতদের নাম ঘোষাণা করা হয়।
নির্বাচিত কর্মকর্তাগণ হলেন- সহ-সভাপতি ড. মো. জামিল হাসান, সহ-সাধারণ স¤পাদক মুহাম্মদ রেজাউল মনির, সমাজ কল্যাণ স¤পাদক মো. মামুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা স¤পাদক মো. আশরাফুল আলম, দপ্তর স¤পাদক ড. প্রিয়লাল বিশ্বাস, কোষাধ্যক্ষ মো. আব্দুর রউফ সরকার। কার্যকরী সদস্যগণ হলেন- ড. এ এস এম মাসুদুজ্জামান, ড. বিশ্বজিত কর্মকার, ড. সাহানাজ সুলতানা, ড. মো. হুমায়ুন কবীর, ড. মো. রকিবুল হাসান ও মো. আরাফাত হোসেন।
