বয়স্ক-বিধবা ভাতা শতাধিক উপজেলায় শতভাগে উন্নীত হবে

0
175
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা মোকাবেলায় সমাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, বয়স্ক-বিধবা ভাতা শতাধিক উপজেলায় শতভাগে উন্নীত হবে।
রোববার সকালে গণভবনে করোনাভাইরাস সংক্রমণের কারণে আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে। আপনারা জানেন আমাদের সামজিক সুরক্ষার ব্যাপক কর্মসূচি রয়েছে। সেটা আমরা আরও ব্যাপকভাবে করতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগণ, দিনমজুর এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত জনসাধারণে মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে।’
শেখ হাসিনা বলেন, ‘এরমধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ হলো- বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, ১০ টাকা মূল্যের চাল বিক্রি, লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর মধ্যে নগদ অর্থ বিতরণ। বয়স্কভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলাদের জন্য ভাতা কর্মসূচির আওতায় শতাধিক দারিদ্রপ্রবণ ১০০টি উপজেলায় শতভাগে উন্নীত করা।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here