Daily Gazipur Online

ভারতীয় নাগরিককে মারধর, টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ভারতীয় নাগরিক সুবাসকে মারধরের ঘটনায় টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী শুকুর আলীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশ। সুবাস রেলওয়ে প্রকল্পের কাজে এসে টঙ্গীতে বসবাস করতেন।
গত ২ ফেব্রুয়ারি তিনি বাদী হয়ে শুকুরের বিরুদ্ধে মামলা করেন। বুধবার বিকেলে মহানগরের নিমতলি এলাকা থেকে শুকুরকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন শরিফ জানান, ভারতীয় নাগরিক সুবাস মহানগরের টঙ্গীতে নতুন বাজার এলাকায় থাকতেন। সন্ত্রাসী শুকুর প্রায়ই তার কাছে নগদ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। পরে সুবাস বাদী হয়ে শুকুরের বিরুদ্ধে মামলা রুজু করেন।
এসআই আরও জানান, অনেক খুঁজেও তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। শুকুর এলাকায় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাভেদ মাসুদ বলেন, ‘সন্ত্রাসী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না।’ শুকুর আলীর মতো সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের হাতে সর্পোদ করাই তার দায়িত্ব বলে।