ভাষাসৈনিকদের যথাযথ মর্যাদা দেওয়া সময়ের দাবি ….ভাষাসৈনিক লায়ন শামসুল হুদা

0
316
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক লায়ন শামসুল হুদা বলেছেন, এত বছর হয়ে যাওয়ার পরও আজও ভাষাসৈনিকরা তাদের কাঙ্খিত মর্যাদা পায়নি। তাদের যথাযথ মর্যাদা দেওয়া এখন সময়ের দাবি। ৫২ থেকেই স্বাধীনতার সৃষ্টি। আমরা যারা ভাষাসৈনিক ছিলাম তাদের অধিকাংশই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। প্রতি বছরই আমাদের কাছ থেকে আমাদের সারথীরা হারিয়ে যাচ্ছে। ক্রমেই আমাদের সংখ্যা কমে আসছে। অথচ আজও রাষ্ট্রীয়ভাবে আমাদের কোন তালিকা নেই। আমরা আশা করবো রাষ্ট্র এ বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। আমাদের প্রধানমন্ত্রী তিনি একজন দায়িত্বশীল মানুষ। তার মনে থাকা উচিত তার বাবাও একজন মহান ভাষাসৈনিক ছিলেন।
একুশে স্মৃতি সংসদ এর উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশ আমার অহংকার’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ভাষাসৈনিক রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, এনডিপি’র মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের উপদেষ্টা এটিএম মমতাজুল করিম, চট্টলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এইচ আরমান চৌধুরী, স্বাধীনতা পরিষদের সভাপতি এড. জিন্নাত আলী জিন্নাহ, সিনিয়র সহ-সভাপতি মীর মোঃ আবু হানিফ, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মতিন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সহ-সভাপতি মোঃ আব্দুল হাদি। স্বাগত বক্তব্য রাখেন, গণ আজাদী লীগের মহাসচিব মোঃ আতাউল্লাহ খান। সভায় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট লেখক ও গবেষক লায়ন মোঃ গনি মিয়া বাবুল, মানবাধিকারের মোঃ মঞ্জুর হোসেন ঈসা, নারী কল্যাণে ফরিদা পারভীনসহ ১০ জনকে একুশে স্মৃতি সংসদ সম্মাননা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here