ভাষাহীন বেদনা

0
91
728×90 Banner

মহসিন আলম মুহিন

-(উত্তরা দিয়া বাড়ী মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ ট্রাজেডিতে কলমের কান্না)-

একদিন ছুটি হবে, মোরা দূর দেশেতে যাবো,
দুঃখ ভুলে হেসে খেলে খুশিতে হারাবো।।

ছুটির ঘন্টা বাজেনি আর মাত্র দশ মিনিট বাকী-
এরই মাঝে নেমে এলো এক ঘাতক বিমান পাখী।।

বিমান অকস্মাৎ আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল কলেজ ভবনে,
মুহুর্তে হারিয়ে গেলো শতাধিক শিশুর প্রাণ ‘বিধস্তের কারণে।।

আকাশ বাতাস শোকে ভারী, শোকে কাঁদে দেশ জাতি,
আলো কুড়াতে এসে এ কেমন হলো নিভে’ গেলো শত বাতি।।

কেমনে ভুলবে বাবা-মা কেমনে ভুলবে স্বজনেরা,
দিয়া বাড়ীর মাইলস্টোন ট্রাজেডিতে দেশের মানুষ আজ দিশেহারা।।

দেশ যেমন হারালো বিজ্ঞ পাইলট সাহসী এক সন্তান,
পাশাপাশি হারালো শিশুদেরকে যারা বাড়াতো দেশের মান।।

মায়ের কোল খালি, বাবার কাছে আর করেনা আবদার,
আগুনে জ্বলছে স্বপ্ন মরে গেছে দেউলিয়া পরিবার।।

হাসপাতালের বেডে সোনামণিরা কতই-না কষ্টে আছে,
অভিজ্ঞ ডাক্তার, নার্স, হাজারো দেশের মানুষ আছেন তাদের পাশে।।

ওহে খোদা দয়াময় দয়া করো তুমি আহত শিশু ফুল কলিদের,
আর তোমার জান্নাতে দিও ঠাঁই তাদেরকে, যারা ছেড়ে গেছে আমাদের।।

আত্মীয় স্বজনদের ধৈর্য দান করার তাওফিক দান করো প্রভু,
আর এমন কঠিন পরীক্ষা মোদের আর নিও না কভু।।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here