

জাহাঙ্গীর আকন্দ : ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে টঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে টঙ্গী বন্ধু সমাজ কল্যান সংস্থা। রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুজন সারোয়ার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন সংগঠনের সকল সদস্যদের সঙ্গে নিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য কালিমুল্লাহ ইকবাল, অমল চন্দ্র ঘোষ, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জাহাঙ্গীর আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান আকাশ, কোষাধ্যক্ষ মনসুর আহম্মেদ, প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, দৈনিক সমকালের সাংবাদিক আবু সালেহ মুসা বাবু, এশিয়ান টিভির গাজীপুর মহানগর প্রতিনিধি আরিফুজ্জামান চৌধুরী, আনন্দ টিভির টঙ্গী প্রতিনিধি শাকিল আহমেদ, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার সাংবাদিক মোস্তফা মিয়া প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
