Daily Gazipur Online

ভাস্কর্য মানবতা ও সভ্যতার অন্যতম ধারক-বাহ……লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, ভাস্কর্য মানবতা ও সভ্যতার অন্যতম ধারক-বাহক। ভাস্কর্য নিয়ে ধর্মীয় বিতর্ক অনাকাঙ্খিত। ভাস্কর্য মূলত শিল্পকর্মের অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে উদ্বুদ্ধ পরিস্থিতি দ্রুত নিরসন অপরিহার্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন পরহেজগার, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন পরিশুদ্ধ মানুষ ছিলেন। বর্তমান সরকার ইসলাম ধর্মসহ সকল ধর্মের অধিকারসমূহ সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। একটি শ্রেণী উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের হীনস্বার্থ ভাস্কর্যের বিরুদ্ধে নানা বক্তব্য দিয়ে মানুষকে ভুল পথে উদ্বুদ্ধ করার অপচেষ্টা করছে। হক্কানী আলেম ওলামাদেরকে এই বিষয়ে সঠিক ব্যখ্যা প্রদান করে মানুষকে সচেতন করার জন্য তিনি অনুরোধ জানান। গণসচেতনতা তৈরী করতে ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত ও তাদের নির্দেশ দাতাদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করে তিনি আরো বলেন, দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষায় যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে।
৭ ডিসেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত “মুজিব জন্ম শতবর্ষ উৎযাপন ও ভাস্কর্য মানবতা বিরোধী নয় শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি লায়ন এম. এইচ. মারুফ সিকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোঃ কুতুব উদ্দীন চৌধুরী, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ইন্টারন্যাশনাল গভর্ণর-দি ওয়ার্ল্ড লিডারস ফোরাম, পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়। বীর মুক্তিযোদ্ধা কবি মোঃ আনোয়ার হোসেন, সাবেক ডিআইজি। বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার, সহ-সভাপতি- বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটি। এ্যডভোকেট এ.কে.এম. দাউদউর রহমান মিনা, সভাপতি, বঙ্গবন্ধু ফউন্ডেশন, কেন্দ্রীয় কামিটি। মোঃ আবু আহাদ আল মামুন (দীপুমীর), চেয়াম্যান বাংলাদেশ জনতা ফ্রন্ট। মোঃ হারিছ মিয়া শেখ সাগর, পরিবেশ বিষয়ক সম্পাদক, আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটি। অধ্যাপক রফিকউল্লাহ সিকদার, সম্মানিত সদস্য, জাতীয় প্রেস ক্লাব। মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক, ঢাকা প্রেস ক্লাব। লায়ন আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী, বাস্তহারা লীগ কেন্দ্রীয় কমিটি ও সংগঠনের নেতৃবৃন্দ। মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, সদস্য সচিব, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। এম.এ. জলিল, সভাপতি, বাংলাদেশ গণতান্ত্রিক লীগ। প্রিন্সিপাল মোঃ আশরাফুল ইসলাম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ মানব উন্নয়ন পার্টি। অধ্যক্ষ ডা: গোলাম মোর্শোদ হাওলাদার, চেয়ারম্যান, বাংলাদেশ দেশ প্রমিক পার্টি। অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার, সভাপতি, ঢাকা মহানগর, ইসলামী যুবসেনা। এম. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন। মোঃ দুলাল মিয়া, চেয়ারম্যান, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। এ্যাডভোকেট মাসুদুর আলম (বাবলু) বাংলাদেশ সুপ্রীম কোর্ট। ড. সুফি সাগর সামস, মহাসচিব, বাংলাদেশ মানবতাবাদী দল। ইঞ্জিনিয়ার মুনসুর আহমদ, চেয়ারম্যান, বাংলাদেশ গ্রীনপার্টি। এম.এম. আনিছুর রহমান (দেশ), প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি। শেখ শহিদুজ্জামান, চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস। এম. গোলাম মোস্তাফা ভূঁইয়া , মহাসচিব, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। সোহেল আহমেদ মিয়াজী, সহসভাপতি, বাংলাদেশ জাতীয় হকার্স লীগ। মোঃ আবুল বাশার মজুমদার, মহাসচিব, জাতীয় সংবাদ সংস্থা। মোস্তাক আহমেদ, চেয়ারম্যান, ন্যাপ ভাসানী। মোহাম্মদ হাসান, সভাপতি, বাংলাদেশ বেকার সমাজ। হাফেজ মাও: আনোয়ার হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। মোল্লা আরিফ, সভাপতি, ইউনিটিফর বাংলাদেশ। মোঃ শহিদুল্লাহ আখন্দ, সিনিয়র সহসভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন। রুখসান আমিন সুরমা, দপ্তর সম্পাদক, বাংলাদেশ ন্যাশনাল এলাইন্স। বীর মুক্তিযোদ্ধা ডা: মমতাজ খানম, সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ও সংগঠনের নেতৃবৃন্দ।