ভূটানের প্রতিনিধির গাজীপুর সদর উপজেলা নির্বাচন পরিদর্শন

0
335
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে শুরু হয় গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন। বিরতি ছাড়াই চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন পর্যবেক্ষনে আসেন বিভন্ন পর্যবেক্ষক দল। এর মধ্যে ভুটান নির্বাচন কমিশনের একটি পর্যবেক্ষ দল গাজীপুর সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পর্যবেক্ষক দল ১২:৪০ ঘটিকায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করে দুপুর ১:৩৫ ঘটিকা পর্যন্ত অবস্থান করে এবং ১:৪০ ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে স্থান ত্যাগ করে। এ সময় তারা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু্ পরিবেশে হচ্ছে ৷ নির্বিঘ্নে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবে ভোটাররা নির্ভয়ে ভোট দিচ্ছেন ৷ ভয়ভীতিমুক্ত পরিবেশ হওয়ার কারণে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয় ৷ নির্বাচনে এমন পরিবেশ দেখে আমরা খুবই খুশি।’
কেন্দ্র পরিদর্শন করে তারা ভোট গ্রহণ দেখা ছাড়াও ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন ৷ কথা বলেন, পোলিং এজেন্ট এবং পোলিং ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে৷
পরিদর্শন শেষে পর্যবেক্ষক দলের প্রধান H. E Ugyen Chewang জানান, ভয়ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন হয়েছে ৷ আর ভোটাররাও ভোট দিয়েছেন সুশৃংখলভাবে ৷ সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে ৷ তারা প্রতিটি বুথে সব প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পেয়েছেন। বিদেশী এই দল ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকগণ বলেছেন নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভুটান নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার H. E Ugyen Chewang এর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলে আরো ছিলেন (Mr. Dawa Tenzin, Mr. Pema Gyeltshen, Ms. Yeshi Wangmo, Ms. Sonam Yangzom, Ms. Sonam Choden, Ms. Tshering Zangmo, Ms. Tshering Dekar, Ms. Sherab Choden, Mr. Dorji Phuntsho & Mr. Tenzin Dorji).
ভোটের দিন সকাল থেকেই নারী, পুরুষসহ বয়বৃদ্ধরা আসতে থাকে ভোট কেন্দ্রে। বেলা বাড়ার সাথে সাথে নারীদের উপস্থিতিও বাড়তে থাকে। ভোট দেওয়া এক যুবক ও এক নারীর সাথে কথা হলে তারা জানায় ভোট দিতে পেরে তার খুব খুশি নিজেদের বন্ধু ও আত্মীয়দের সাথে নিয়ে এসেছিলেন ভোট দিতে কোন ঝামেলা ছাড়াই তারা তাদের ভোট দিতে পেরেছে নির্বিঘ্নে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here