Daily Gazipur Online

ভূত তাড়াতে যাজকের দেয়া বিশেষ পানি খেয়ে ২৭ জনের মৃত্যু

ডেইলি গাজীপুর ডেস্ক:  দক্ষিণ আফ্রিকার দারিদ্রপ্রীড়িত দেশ জাম্বিয়ায় ভূত তাড়াতে স্থানীয় একটি গির্জার যাজকের দেয়া বিশেষ পানি পান করে ২৭ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও অন্তত ১৮ গ্রামবাসী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রোববার দেশটির স্থানীয় এক গির্জায় গ্রামবাসী সব ধরনের অশুভ শক্তি (ভূত) তাড়াতে ওই যাজকের শরণাপন্ন হন।
পরে তিনি বিশেষ পানি দেন। ওই পানি পান করে ২৭ জন গ্রামবাসী মারা যান।
এ ছাড়া ১৮ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানায় জাম্বিয়ান অবজারবার।
নিহতদের মধ্যে হাসপাতালের দুইজন নার্স ও চারজন শিক্ষক রয়েছেন।