Daily Gazipur Online

ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ বায়েজীদ হোসেন,গাজীপুর: শনিবার বিকেলে গাজীপুর শহরের শহীদ আহসান উল্লাহ্ মাস্টার অডিটোরিয়াম (পিটিআই) এ স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবাদ্ধব ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) উম্মুল হাসনা, ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুর জেলা প্রশাসক এস.এম. তরিতুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলার ভূমি কর্মকর্তা-কর্মচারীদের দূর্নীতিমুক্ত সেবাদানের জন্য শপথ বাক্য পাঠ করান। সেমিনারে জেলার সকল প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সূধী সমাজ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।