

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে ১০ জুন সোমবার সকালে ভেজাল খাদ্য বন্ধের দাবীতে মানববন্ধন করেন। মানববন্ধনটি টঙ্গী নতুনবাজার এলাকায় ঘোড়াশাল মহা সড়কে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভেজালবিরোধী স্লোগান লেখা ফেস্টুন, প্লেকার্ড ও ক্যাপ পরিধান করেন অংশগ্রহণকারীরা। এ সময় ব্যবসায়ী, কারিতাস উদ্যম প্রকল্পের নেটওয়ার্ক ফোরামের সদস্যবৃন্দ, সামাজিক দলের সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, কারিতাস উদ্যম প্রকল্পের শফিকুল ইসলাম, মো: দিলদার হোসেন, রুপা রায়। বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের লক্ষ্যে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নেই। ভেজাল খাদ্য খেয়ে শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষ নানা ধরনের অসুস্থতায় ভুগছেন। ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে প্রতিরোধ করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।






