ভেনিজুয়েলায় কারাগারে সহিংসতা, নিহত ২৯

0
222
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: ভেনিজুয়েলার একটি কারাগারে পুলিশের সাথে কারা বন্দিদের সহিংসতায় কমপক্ষে ২৯ জন কয়েদি নিহত হয়েছেন। শুক্রবারের এ সহিংসতায় অন্তত ২০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। ভেনিজুয়েলার কারাগার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, অ্যাকারিগুয়া শহরে অবস্থিত কারাগারটির ধারণক্ষমতা ২৫০ জন। কিন্তু স¤প্রতি সেখানে ৫৪০ জন কয়েদিকে রাখা হয়েছিল। তবে তাৎক্ষনিকভাবে সহিংসতার কারণ জানা যায়নি।
এ সহিংসতায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। দেশটির কারা মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ওই কারাগারটি তাদের আওতার বাইরে। এ ঘটনায় তাদের আর কোনো মন্তব্য পাওয়া যায়নি। সা¤প্রতিক বছরগুলোতে ভেনিজুয়েলার কারাগারে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। গত বছরের মার্চে একটি কারাগারে সহিংসতায় ৬৮ জনের মৃত্যু হয়। এর আগের বছর ২০১৭ সালের আগস্টে দক্ষিণ ভেনিজুয়েলার একটি কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়লে অন্তত ৩৭ জন নিহত হন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here