Daily Gazipur Online

ভয় নেই এলাকাবাসীর পাশে আছি- আলহাজ নাজিম সরকার

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ করোনা ভাইরাস কোভিড-১৯ । মরণ ঘাতক রোগ হিসাবে দেখা দিয়েছে সত্য । আল্লাহর রহমতে বাংলাদেশে অন্যান্য রাষ্ট্রের মত অতটা ছডিয়ে না গেলেও আমাদেরকে সচেতন থাকতে হবে । বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোভিড-১৯ মোকাবেলা করতে রাজধানী থেকে শুরু করে সারাদেশেই চলছে লকডাউন । দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষার জন্য সরকার করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকল ধরনের প্রস্তুতি রেখেই জনসচেতনার প্রতি বেশী গুরুত্ব দিয়েছেন । দেশের এই দুঃসময়ে সরকারকে সহযোগীতা করতে আপনার,আমার প্রথম দায়িত্ব সরকারী নির্দেশনা মোতাবেক প্রশাসনসহ সকলকে সহযোগীতা করা । আমি আপনাদের বলতে চাই, আমার এলাকাবাসী তথা রাজধানীর তুরাগ থানার ধউর এলাকার কোন মানুষ করোনার এই দুঃসময়ে না খেয়ে থাকবে না । আমি আমার নিজ অর্থায়নে এলাকার দুঃস্থদের ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দিব ইনশাল­াহ । আপনারা ঘরে থাকবেন আমি আপনাদের জন্য বাহিরে থেকে কাজ করবো । এলাকাবাসীর পাশে আগেও ছিলাম, এখনো আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবো ইনশাল­াহ । কেউ ভয় পাবেন না । মহান আল­াহ পাকের উপর ভরসা রাখুন, সরকারের নির্দেশনা মেনে চলুন এবং সচেতনতা বজায় রাখুন । আমি আপনাদের সন্তান, আপনাদের পাশে আছি”। তুরাগের ধউর এলাকার ঐতিহ্যবাহী সরকার বংশের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ নাজিম সরকার তার এলাকার দরিদ্রদের মাঝে বিভিন্ন সামগ্রী পৌঁছে দেওয়ার প্রাক্কালে এসব কথা বলেন । এলাকার জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহŸান জানিয়ে তিনি আরও বলেন, দেশের সংকটময় মুহূর্তে এলাকাবাসীকে মানবতার পাশে থাকার । জনাব আলহাজ নাজিম সরকারের পাঠানো সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তৈল, সাবান, লবণ সহ বিভিন্ন নিত্য পণ্য সামগ্রী । জনাব আলহাজ নাজিম সরকারের পাঠানো এইসব সামগ্রী দরিদ্রদের মাঝে পৌঁছে দেন এলাকার বিশিষ্ট সমাজ সেবক হাজী মহসিন আলম, হাজী নুরু মিয়া, হাজী রুপ মিয়া, মনোরঞ্জন ঘোষ মনা, বাবুল সরকার প্রমুখ ।