ভয় নেই তার

0
103
728×90 Banner

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মহান আল্লাহর কাছে মাথা নত যার
কোথাও কোন ভয় নেই তার,
বিশ্বের মুসলিম পরস্পর ভাই ভাই
ঐক্যবদ্ধ থাকলে কোন ভয় নাই।

একত্ববাদে বিশ্বাসীদের পরস্পর বিবাদ নয়
ধৈর্য ধারণ করলে সফলতা আসবে নিশ্চয়,
ত্যাগের মানসিকতা সদাচার উদারতা
অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি সফলতা।

মানবতার জন্যে সেবা সাহায্য সহযোগিতা
সবাই সবার প্রয়োজনে সহায়তা একতা,
মুসলিম চিন্তা চেতনায় আছে অগ্রযাত্রা
উত্তম আখলাক নীতি তার সততা।

দুনিয়াতে জীবনযাপন মহান আল্লাহর পথে
পরকালের জীবনে সফলতা বিজয় সাথে সাথে,
আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি
কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ি।

পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here