ডেইলি গাজীপুর প্রতিবেদক : নিরাপদ সড়ক চাই, মণিরামপুর উপজেলা শাখার উপদেষ্টামন্ডলী ও নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল চারটায় স্থানীয় পৌরশহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে।
নিসচার উপজেলা সদস্য সচিব এস.এম. হাফিজুর রহমানের সঞ্চালনায় ও আহবায়ক মোঃ মুনছুর আলীর সভাপতিত্বে এবং মোঃ ইদ্রিস আলীর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
বর্ণিল এ আয়োজনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তারাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর চাকলাদার, কেশবপুর নিসচার আহ্বায়ক মোঃ হারুনার রশীদ বুলবুল, সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম, নিসচা মণিরামপুর উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, মোঃ আব্দুল আলীম, মোঃ আতাউর রহমান, সদস্য সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, জাকির হোসেন পান্নু, মুহাম্মদ বাবুল আকতার, টি.এম. সায়ফুল আলম, যুগ্ম আহবায়ক মোঃ শামছুজ্জামান, মোঃ শফিকুল ইসলাম, সদস্য মোঃ শফি সম্রাট, সুরাইয়া আক্তার ডেইজী, নিসচা কেশবপুরের সদস্য শাহনাজ পারভীন, শরিফা খাতুন মধু, অনুষ্ঠানের প্রথম পর্বে দেশত্ববোধক গান পরিবেশন করেন সদস্য জি.এম. হাফিজুর রহমান।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলো পরিচিতি পর্ব, দেশত্ববোধক গান পরিবেশনা, পরিচয়পত্র কার্ড ও কমিটির নামের তালিকা হস্তান্তর, মুক্ত আলোচনা পর্ব ও পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ।
অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা আহবায়ক মোঃ মুনছুর আলীর সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য গত ১ এপ্রিল নিসচার কেন্দ্রীয় চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব মোঃ লিটন এরশাদের যৌথ স্বাক্ষরিত ২১ সদস্যের আহবায়ক কমিটি ও ৫ সদস্যের উপদেষ্টামন্ডলীর অনুমোদন দিয়েছে।
মণিরামপুরে নিসচার পরিচিতি সভা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
