Daily Gazipur Online

মণ্ডপে-মণ্ডপে প্রার্থনা, সঙ্গে বাজছে বিদায়ের সুর

নওগাঁ প্রতিনিধি,মোঃ হাবিবুর রহমান: সারা দেশের ন্যায় শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীকে ঘিরে নওগাঁ জেলাতেও মণ্ডপে-মণ্ডপে প্রার্থনা, সঙ্গে বাজছে বিদায়ের সুর, আজ শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমী। মণ্ডপে-মণ্ডপে হচ্ছে প্রার্থনা, সঙ্গে বাজছে বিদায়ের সুর। হিন্দু শাস্ত্রমতে, আজ মর্ত্য থেকে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবীদুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দুদের প্রধান এই ধর্মীয় উৎসব। পঞ্জিকামতে, বুধবার (৫ অক্টোবর) বেলা ১১টা ৪০ পর্যন্ত দশমী তিথি স্থায়ী হবে। এ সময়ের মধ্যে দশমী পূজা সম্পন্ন করবেন পুরোহিতরা। উপবাস থেকে অঞ্জলি প্রদান করবেন ভক্তরা। উৎসবের অংশ হিসেবে থাকে সিঁদুর খেলা। সনাতন ধর্মের নারীরা একে অপরকে সিঁদুর পড়িয়ে উৎসবে মেতে ওঠেন। বিজয়া দশমীতে উৎসবের পাশাপাশি দেবীর বিদায় ঘনিয়ে আসায় বিষন্নতাও কাজ করে ভক্তদের মনে। ঢাকের শব্দেও বাজে বিষাদের সুর। এবার দেবী দুর্গা গজ বা হাতিতে চড়ে মর্ত্যে আসেন। কৈলাসে ফিরবেন নৌকায়। এরফলে পৃথিবী শস্যে পূর্ণ হয়ে উঠবে -এমনটাই বিশ্বাস সনাতন ধর্মের মানুষদের।