মনের মতো গল্প এবং চরিত্র পাওয়া বেশ মুশকিল: ববিতা

0
323
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে অনঙ্গ বউ চরিত্রে অনবদ্য অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পান ববিতা। গ্রামীণ, শহুরে কিংবা সামাজিক, অ্যাকশন-সব ধরনের ছবিতেই তিনি দারুণ সাবলীল। অনেকদিন নতুন কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতাকে। কিন্তু তারপরও ব্যস্ততার মধ্যদিয়েই কেটে যাচ্ছে তার সময়। সময় পেলেই দেশের বিভিন্ন জায়গায় ও বিদেশে ঘুরতে পছন্দ করেন তিনি। এখন চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে আছেন বলেই নিজের মতো করে ঘুরতে পারছেন, এমনটাই জানালেন ববিতা। তিনি বলেন, চলচ্চিত্রে তো ফিরতে চাই অবশ্যই। তবে মনের মতো গল্প এবং চরিত্র পাওয়া এখন বেশ মুশকিল।
অনেকদিন থেকেই আমাদের চলচ্চিত্রের ব্যবসা হচ্ছে না বলে শুনতে পাচ্ছি। কিন্তু এই সময়টা তো দেখতে চাইনি। বেশ কয়েক বছর হলো ববিতা চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে। সর্বশেষ নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ এবং মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এরমধ্যে ‘এত প্রেম এত মায়া’ ছবির কাজ এখনো শেষ হয়নি। এরপর বলা যায় আরো অনেক চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছেন। কিন্তু গল্প এবং চরিত্র পছন্দ না হওয়ায় অভিনয়ে আর ফেরা হয়নি তার। ববিতা আরো বলেন, শিল্পীর কোনো অবসর নেই। আমার ভালো লাগলে অবশ্যই অভিনয়ে ফিরবো। তবে সেজন্য মনের মতো গল্প, চরিত্র কিংবা দক্ষ নির্মাতা তো লাগবে। কয়েকদিনের জন্য মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন ববিতা ও তার ছোট বোন চম্পা। এমনটিই জানিয়েছেন চলচ্চিত্রের গুণী অভিনেত্রী ববিতা। উল্লেখ্য, ১৯৫৩ সালের ৩০শে জুলাই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী। মা-বাবা চেয়েছিলেন, তাঁদের মেয়ে যেন বড় হয়ে চিকিৎসক হন। বড় বোন সুচন্দার অনুপ্রেরণায় চলচ্চিত্রে নাম লেখান ববিতা। ১৯৬৮ সালে জহির রায়হানের ‘সংসার’ ছবিতে শিশুশিল্পী হিসেবে রুপালি পর্দায় তার অভিষেক হয়। ববিতা অভিনীত ছবির সংখ্যা আড়াই শতাধিক। এর মধ্যে ‘বাঁদী থেকে বেগম’ (১৯৭৫), ‘নয়নমণি’ (১৯৭৬), ‘বসুন্ধরা’ (১৯৭৭), ‘রামের সুমতি’ (১৯৮৫) ও ‘পোকামাকড়ের ঘরবসতি’ (১৯৯৬) ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here