মন্ত্রীকে মোটরসাইকেলে বসিয়ে ছুটলেন মেয়র

0
139
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুর মহানগরজুড়ে প্রায় ৮০০ কিলোমিটার সড়ক ও ড্রেন নির্মাণের কাজ চলমান। চলমান উন্নয়ন কাজ এবং নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য মন্ত্রী ও মেয়রের গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির জরুন এলাকায় আসেন শনিবার সকালে। সেই কারণে আগেই উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নির্ধারিত সময়ে মন্ত্রী ও মেয়র জেলা প্রশসাকসহ উপস্থিত হয়ে দেখতে পান নির্মাণাধীন রাস্তা গাড়ি চলার অযোগ্য। মন্ত্রীকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়েন মেয়র। কেউ কিছু বুঝার আগেই এক সফর সঙ্গীর মোটরসাইকেল চেয়ে নিয়ে তাতে উঠে পড়েন তিনি। নিজে চালকের আসনে বসে পিছনে মন্ত্রীকে বসিয়ে প্রটোকল ছাড়াই ছুটেন কাজ পরির্দশনে। অন্য আরেকটি বাইকে ছুটেন ডিসি। সফর সঙ্গীদের কেউ একজন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে নিয়ে গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলম মোটরসাইকেল ছুটছেন এমন ছবি তুলে পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তে ওই ছবি ভাইরাল হয়ে যায়।
৭নং ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, এলাকায় রাস্তা ও ড্রেনের সমস্যা প্রকট। খেলার মাঠ ও কবরস্থান নেই। মেয়রের উদ্যোগে ২১ কোটি টাকা ব্যয়ে জরুন পল্লী বিদ্যুৎ থেকে নদীরপাড় (নামাপাড়া) পর্যন্ত সড়ক ও ড্রেনের কাজ চলমান রয়েছে। তাছাড়া নদীর পাড়ে ১.১৮ একর খাস জমিতে কবরস্থান এবং সম্প্রতি উদ্ধার হওয়া ৪.৮১ একর জমিতে খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, কাউন্সিলর কার্যালয় ও স্কুল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন মেয়র।
চলমান কাজ ও নতুন প্রকল্পের স্থান দেখতে শনিবার মেয়রের সঙ্গে মন্ত্রী ও জেলা প্রশাসকের আসার কথা ছিল। এটি মন্ত্রীর নির্বাচনী এলাকা। নদীর পাড় যাওয়ার সড়কটি নির্মাণাধীন থাকায় মন্ত্রী, মেয়র ও জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের গাড়ি আটকে যায়। হেঁটেও এত দূরে যাওযা সম্ভব ছিল না। তাই অগ্যতা মেয়র এক সফর সঙ্গীর মোটরসাইকেল চেয়ে নিয়ে নিজে উঠে পড়েন। পরে মন্ত্রীকে পিছনে তুলে নিজেই চালিয়ে ছুটতে থাকেন জরুন নদীরপাড়ে। তাদের দেখে গাড়ি থেকে নেমে অন্য একটি বাইকে ছুটেন জেলা প্রশাসকও। তারা দুপুর পর্যন্ত কাজ ও নতুন প্রকল্পের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেন। প্রবীণ এই মন্ত্রীকে বাইকে তুলে মেয়রের ছুটে চলা স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ উৎসাহের সৃষ্টি হয়েছে। মন্ত্রী ও মেয়রকে এভাবেই মোটরসাইকেলে দেখে নগরবাসী ও স্থানীয়রা অভিবাদন জানান।
জানা গেছে, গাজীপুর মহানগরজুড়ে চলমান সড়ক ও ড্রেন নির্মাণের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দিচ্ছেন মেয়র মো. জাহাঙ্গীর আলম। শুধু তাই নয় ১০-১২ দিন আগে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামকে নিয়ে তিনি নগরীর নির্মাণাধীন সড়ক, ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here