মব সংস্কৃতি আমাদের দেশকে কোথায় নিয়ে যাচ্ছে?

0
136
728×90 Banner

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য ২৪ জুন মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দেশে দিন দিন মব সংস্কৃতি বা গণউৎসবধর্মী সহিংসতা ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অবক্ষয়, বিচারহীনতার সংস্কৃতি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা এ প্রবণতাকে আরও উৎসাহিত করছে। এ ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। সরকারের মনোভাব অনেকটাই উদাসীন। একটি গনতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের অরাজকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞায়ই নয়, বরং একটি অসুস্থ ও ভীতিকর সমাজব্যবস্থার প্রতিফলন। বিচারবহির্ভূত এই সহিংসতা আমাদের সমাজকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। যেখানে যুক্তির বদলে আবেগ এবং গুজব হয়ে উঠেছে ‘বিচারের’ প্রধান হাতিয়ার। এ থেকে আমরা কবে মুক্তি পাবো?
বর্তমানে সামান্য সন্দেহ বা অপরাধের অভিযোগেই মানুষকে বিচার ছাড়াই মারধর, অপমান, এমনকি হত্যার শিকার হতে হচ্ছে। এই ধরণের অনিয়ন্ত্রিত সহিংসতা কেবল আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে অসহিষ্ণুতা, সহিংস মনোভাব ও গোঁড়ামির বিস্তার ঘটাচ্ছে, যা দেশের সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আজ দেশের ভাবমূর্তি কোন পর্যায়ে পৌঁছেছে, তা কি আমরা একটিবারের জন্যও ভেবে দেখেছি?
আমরা জোর দাবি জানাচ্ছি:
মব সংস্কৃতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও তা কার্যকরের উদ্যোগ নিতে হবে। বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করতে হবে যাতে মানুষ আইন নিজের হাতে তুলে না নেয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আমরা মনে করি, যদি এখনই এই মব সংস্কৃতির লাগাম টেনে না ধরা যায়, তবে তা রাষ্ট্র ও সমাজের জন্য দীর্ঘমেয়াদে এক চরম বিপর্যয় ডেকে আনবে। বাংলাদেশ গণমুক্তি পার্টি একটি মানবিক, ন্যায়ভিত্তিক সর্বজনীন গণতান্ত্রিক সমাজ গঠনের লক্ষ্যে সব সময় জনগণের পাশে থাকবে এবং এই অসভ্য ও অমানবিক সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার থাকবে।
আমরা দেশপ্রেমিক সকল নাগরিক, সংগঠন এবং রাষ্ট্রের দায়িত্বশীল মহলকে এই ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here