মসজিদে ঢুকে তারাবির নামাজরত মুসল্লিকে কুপিয়ে হত্যা

0
218
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মাদারীপুরের রাজৈরে মসজিদে তারাবির নামাজ পড়ার সময় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে ৮টা দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় একটি মসজিদে তারাবির নামাজ পড়ার সময় হামলায় নিহত মজিবর বেপারি (৫০) ওই এলাকার মৃত নওয়াব আলী বেপারির ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মসজিদে তারাবির নামাজ পড়তে ঢোকার পর হঠাৎ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে মজিবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপানো শুরু করে তারা।
ওসি জানান, মজিবর দৌড়ে বাইরে চলে আসার চেষ্টা করলে মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীরা আবার তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মজিবরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন ওসি শাহজাহান মিয়া।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here