Daily Gazipur Online

মহরতে ছিলেন শাকিব-অপু, শুটিংয়ে শাকিব-বুবলী

ডেইলি গাজীপুর বিনোদন: শাকিব-বুবলী জুটির নতুন সিনেমা ‘মনের মতো মানুষ পাইলাম না।’ ২০১৩ সালে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমার মহরত করেছিলেন পরিচালক জাকির হোসেন রাজু। মহরত হলেও শুটিং শুরু হয়নি। ৬ বছর পর নতুন করে এ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা। তবে ছবিতে নায়িকার স্থানান্তর ঘটেছে। অপুর জায়গায় নেওয়া হচ্ছে বুবলীকে।
জাকির হোসেন রাজু বলেন, ছবিটি বিশেষ কিছু কারণে তখন নির্মাণ বন্ধ হয়ে যায়। তবে ছবিটি এবার নির্মাণ করতে যাচ্ছি। কুশীলবদের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে বুবলীকে চুক্তিবদ্ধ করিয়েছি।’
এ বিষয়ে অপু ও বুবলী দুজনকে ফোন দেয়া হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে ছবির গানের কাজ শুরু হয়েছে। গতরাতেও রাজধানীর একটি স্টুডিওতে কণ্ঠশিল্পী স্বরলিপি ও রাশেদ ছবিটির জন্য করা একটি গানে কণ্ঠ দিয়েছেন।
এর আগে গত মাসে ‘আগুন’ নামে নতুন আরেকটি সিনেমা শুরু করার ঘোষণা দিয়েছিলেন জাকির হোসেন রাজু। এতে শাকিবের বিপরীতে কলকাতার নায়িকা নুসরাতের অভিনয়ের কথা রয়েছে। তবে ‘আগুন’র আগে ‘মনের মতো মানুষ পাইলাম না’র শুটিং আগে শুরু হবে বলে জানান নন্দিত এ নির্মাতা। দু’টি সিনেমাই প্রযোজনা করছে দেশ বাংলা মাল্টিমিডিয়া।
জাকির হোসেন রাজু চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তিনি চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করে থাকেন। তিনি প্রথম পরিচালক তোজাম্মেল হক বকুলের সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। তিনি মূলত নাট্য-রোমান্টিকধর্মী চলচ্চিত্র পরিচালনা করে থাকেন। ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রের জন্য দুইটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।