মহানবী (দঃ) এর আগমন বিশ্ববাসীর জন্য রহমত

0
195
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বিশ্বমানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (দরুদ) এর শুভাগমন উপলক্ষে ৩১ অক্টোবর সকাল ৮টা হতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত জুলুছ বাস্তবায়ন কমিটি হলদিয়া আঞ্চলিক এর উদ্যোগে রাউজান হলদিয়া পুরাতন বৈজ্জারহাট হতে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়। জুলুছটি হলদিয়ার আঞ্চলিক প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলদিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন হলদিয়া চাইল্ড কেয়ার একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়। জুলুছে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক হযরতুলহাজ্ব আল্লামা ইদ্রিস আনসারী (মু.জি.আ)। স্বাগত বক্তব্য রাখেন জুলুছ বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ আলী মেম্বার। সদস্য সচিব সাহাবুল ইসলাম সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা নুরুল আবছার রেজভী, মাওলানা জাফর আলম নুরী, মুহাম্মদ হোসাইন মাষ্টার, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাষ্টার মুহাম্মদ ইছমাইল, সাংবাদিক এম বেলাল উদ্দিন, প্রবাসি নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ জাহেদুল আলম, শায়ের মাওলানা ছালামত রেজা কাদেরী, শায়ের মাওলানা হাসান রেজা কাদেরী প্রমুখ। উপস্থিত ছিলেন মাওলানা হারুনুর রশিদ কাদেরী, মাওলানা দিদারুল আলম কাদেরী, নুরু সর্দার, দেলা মিয়া সওদাগর, প্রাইমারী স্কুল শিক্ষক মাওলানা ওবাইদুল্লাহ, মাওলানা মুহাম্মদ আলী, সৈয়দ মাওলানা জিয়াউল্লাহ, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা বেলাল, মুহাম্মদ শাহাদাৎ হোসেন, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুুহাম্মদ মফিজুল ইসলাম, মুুহাম্মদ হায়দার মিয়া, মুহাম্মদ রিদোয়ান, মুঃ জিয়াউল হক, মুহাম্মদ খসরু, মুঃ রাসেল, মুহাম্মদ তাজু, মুঃ হাসান, মুহাম্মদ জুয়েল, মাওলানা এয়ার মোহাম্মদ, মুুহাম্মদ আমজাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের অশেষ রহমত হচ্ছে হযরত মোহাম্মদ মোস্তফা (দঃ)’র এপৃথিবীতে শুভাগমন। মোবারক মাস হচ্ছে রবিউল আউয়াল। এ মাসের তাৎপর্য অপরিসীম। বক্তাগণ আরো বলেন, যেই নবী হচ্ছে সমগ্র মানবজাতির মুক্তির দিশারী, ভোগের পরিবর্তে ত্যাগের, জাহেলিয়াতের পরিবর্তে মানব সভ্যতা, যাবতীয় বিশৃঙ্খলা-বিদ্বেষ থেকে বিশ্ব মানবতাকে সু-শৃঙখল মানব সভ্যতা ও শান্তির ধর্ম ইসলামের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, সাম্যমৈত্রির সেতুবন্ধন সহ দুনিয়া-আখেরাতে মহাকল্যাণের দিক দর্শনকারী, সেই নবীর শুভাগমনের মাসকে আমরা যতই শোকরিয়ার সাথে উদযাপন করি না কেন আদায় হবে না। স্থানীয় খাজা গরিবে নেওয়াজ স্মৃতি সংসদ, আলা হযরত স্মৃতি সংসদ, ছিদ্দিকে আকবর স্মৃতি সংসদ, ইমাম আযম স্মৃতি সংসদ, রুস্তম শাহ্ স্মৃতি সংসদ, হাফেজ বজলুর রহমান স্মৃতি সংসদ, নাসির শাহ স্মৃতি সংসদ, ইমাম হোসেন স্মৃতি সংসদ, ফারুকে আযম স্মৃতি সংসদ, নজির আহমদ শাহ্ স্মৃতি সংসদ, দেওয়ানী শাহ্ স্মৃতি সংসদ, সমাজ কল্যাণ সংসদের সদস্যগণ জুলছে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন ও সহযোগীতা করেন। পরে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here