মহামারি করোনা ভাইরাসের সাথে আমরা যুদ্ধ করছি……ক্রীড়া প্রতিমন্ত্রী

0
136
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, মহামারি করোনা ভাইরাসের সাথে আমরা যুদ্ধ করছি। করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ব্যাপক ত্রাণসামগ্রী বিতরণ করেছি। রাতের অন্ধকারে মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। করোনা রোগীদের জন্য আমরা প্লাজমা সংগ্রহ করেছি। আমি আশা করছি, এই দুঃসময় শিগগিরই কেটে যাবে। আল্লাহ আমাদেরকে এই মহামারি থেকে রক্ষা করবেন। আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাক্স পরে কর্মস্থলে যাবেন। রোববার (২৮ জুন) গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ১০৫ জন রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন-গাজীপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম, সহকারী পরিচালক এটিএম তৌহিদুজ্জামান ও সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রেশন) আমিনা খাতুন কনা প্রমুখ। এ সময় ক্যানসার আক্রান্ত ৫৪ জন, কিডনি রোগী ২৬ জন, প্যারালাইজড ১৯ জন, জন্মগত হৃদরোগে ১জন, লিভার সিরোসিস ২জন এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩জনসহ মোট ১০৫ জন রোগীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here