Daily Gazipur Online

মহিষাবান হাইস্কুলে বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি ঃ আজ বগুড়া গাবতলীর মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জোন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) একেএম বাসিউল আলম, উপ-সহকারী প্রকৌশলী (গাবতলী শিক্ষা) ইমরান হোসেন, মহিষাবান ইউপি চেয়ারম্যান ও ঠিকাদার আলহাজ¦ আমিনুল ইসলাম, ব্যবসায়ী আরিফুল ইসলাম আরিফ, মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, আওয়ামী লীগ নেতা আবু হাসান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী প্রধান শিক্ষক সাইদুজ্জামান কাজল, ইউপি মেম্বার শাহজাহান আলী, জহুর আহম্মেদ টপিসহ কমিটির সদস্যগণ, শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ওই বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২কোটি ৮৮লাখ টাকা।