

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানীর তুরাগের ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্হায়ী ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য উত্তরা তুরাগসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) পবিত্র জুম্মা নামাজের পর ঢাকা – ১৮ আসনের প্রতিটি মসজিদে হতাহতদের পরিবারের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়।
জানা গেছে, শুক্রবার বাদ যোহর ও বিকেলে তুরাগের ছোট বড় ৩৩টি গ্রাম, উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, উত্তর খান, দক্ষিণ খান, খিলক্ষেত, টঙ্গীসহ দেশের বিভিন্ন মসজিদে এবং নিহত ও আহতদের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া স্হানীয় নিজ নিজ এলাকায় জামে মসজিদের ঈমাম এবং খতিবরা বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানান, সোমবার (গত ২১ জুলাই) দুপুর ১ টা ১৮ মিনিটের সময় তুরাগের ডিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় শিশু শিক্ষার্থী, ছাত্র- ছাত্রী, শিক্ষক, অভিভাবক নিহত ও আহতের ঘটনায় তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মাইলস্টোন কর্তৃপক্ষ ও স্হানীয় এলাকাবাসী।
