Daily Gazipur Online

মাওনায় মিষ্টি কুমড়া ভর্তি ১৯ কেজি গাঁজা গাড়ীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের মাওনা বাজার এলাকা হতে মিষ্টি কুমড়া ভর্তি ১৯(উনিশ) কেজি গাঁজা এবং গাড়ীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প ।
বৃহস্পতিবার রাতে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা বাজার এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা চৌরাস্তা কফিল উদ্দিন সুপার মার্কেট বড় বাজার আড়ৎ মেসার্স সততা বাণিজ্যালয় এর সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী আসামী ১। মোঃ তকদির মিয়া(২৬), পিতা-মৃত একিন আলী, মাতা-মোসা জোবেদা বেগম, সাং-হরিসশামা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ জাহাংগীর মিয়া(২৫), পিতা-মোঃ জামান মিয়া, মাতা-মমতাজ বেগম, সাং-গোপালপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, দেরকে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখলে থাকা পিকআপ ভ্যানে পিছনে কুমড়ার ভিতর সু-কৌশলে রক্ষিত অবস্থায় ১৯(উনিশ) কেজি গাঁজা, ১৮(আঠার) টি মিষ্টি কুমড়া, ০১(এক) টি পিকআপ ভ্যান, নগদ ৮৫০/- টাকা এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করিয়া গাজীপুর জেলার শ্রীপুর এর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। আসামীরা অবৈধভাবে মাদকদ্রব্য (গাঁজা) সজ্ঞানে নিজ নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন/২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ) ধারার অপরাধ করেছে।
উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।