Daily Gazipur Online

মাওলানা আবুল হারেছের ইন্তেকালে শোক প্রকাশ

ডেইলি গাজীপুর ( সংবা বিজ্ঞপ্তি ) :আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবি প্রভাষক আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভী এবং আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সাবেক সেক্রেটারী জেনারেল আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভীর বড়ভাই মাওলানা আবুল হারেছ মুহাম্মদ জাওয়াদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০ এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রা’জিউন)। তার ইন্তেকালে আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরী, জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, আন্জুমানে রজভীয়া নূরীয়া কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মুহাম্মদ নুরুল হক, ট্রাস্ট অর্থ সচিব আলহাজ¦ জহির আহমদ সওদাগর, কাতার সভাপতি আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মুহাম্মদ মিঞা জুনাইদ, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আলহাজ¦ মুহাম্মদ আবুল হাসান, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, নগর দায়িত্বশীল মুহাম্মদ জাকারিয়া, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী ট্রাস্টের অঙ্গ সংগঠন রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মহাসচিব শায়ের মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী, সাংগঠনিক সম্পাদক শায়ের মুহাম্মদ ছালামত রেযা কাদেরী প্রমূখ আজ ২২ এপ্রিল এক যুক্ত বিবৃতিতে বলেন, বৈশ্বিক এ চরম দুর্যোগময় মুহূর্তে তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত হয়েছি। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের আ’লা মক্বাম দান করুন এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৫৫ বছর। মাতা, স্ত্রী, দুই ছেলে, পাচঁ ভাই, তিন বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে ইন্তেকাল করেন। ২১ এপ্রিল মঙ্গলবার রাত ১০টায় সীতাকুÐ হযরত কালু শাহ্ (রহ.) এর মাযার প্রাঙ্গণে জানাযার নামায অনুষ্ঠিত হয় এবং মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন দেওয়া হয়।