Daily Gazipur Online

মাওলানা আবুল হারেছের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবি প্রভাষক ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভীর বড়ভাই মাওলানা আবুল হারেছ মুহাম্মদ জাওয়াদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০ এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রা’জিউন)। মৃত্যুকালে তাঁর বয়সম ছিলো ৫৫ বছর। মাতা, স্ত্রী, দুই ছেলে, পাচঁ ভাই, তিন বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে ইন্তেকাল করেন। তার ইন্তেকালে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী, নায়েবে আ’লা হযরত আল্লামা মুফতি ইদ্রিচ রেজভী, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নুরী, পীরে তরিক্বত সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব আল্লামা এম এ মতিন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির সদস্য সচিব এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, পীরে তরিকত সৈয়দ মাওলানা সাইফুদ্দীন আহমদ আলহাসানী, পীরে তক্বিত সৈয়দ বদরুদ্দোজা বারী, শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আলকাদেরী, স উ ম আব্দুচ সামাদ, সৈয়দ মাওলানা জয়নুল আবেদীন, আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল বোখারী, আনজুমানে খোদ্দামুল মোসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সাহাবুদ্দীন চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তৈয়্যব আলী, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ্, পীরে তরিক্বত আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আহলে সুন্নাত সম্মেলন সংস্থার সভাপতি অধ্যক্ষ আল্লামা সোলায়মান আনসারী, সম্পাদক শায়খুল হাদিস কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ পেয়ার মোহাম্মদ (কমিশনার), মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম, সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক মনছুর দৌলতী, সম্পাদক হাফেজ আহমদ আলকাদেরী, উত্তর জেলার সভাপতি মাওলানা কদম রসুলী, সম্পাদক এস এম ইয়াসিন হোসাইন হায়দারী, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এম এন ইসলাম জিহাদী, সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন আলকাদেরী, কাজী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, আঞ্জুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্ট সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, যুবসেনা কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ গোলাম মুহাম্মদ মানিক ভুঞা, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি জি এম শাহাদত হোসাইন মানিক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন তুষার, সুন্নী নাগরিক ঐক্য পরিষদের সচিব অধ্যাপক মুহাম্মদ কাওসার হামিদ, অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, হিজরী নববর্ষ উদ্যাপন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাতের চেয়ারম্যান আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মহাসচিব আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরী, রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মহাসচিব শায়ের নাজিম উদ্দিন, মাদ্রাসা ছাত্র ফ্রন্টের চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিস, মহাসচিব মুহাম্মদ মিজানুর রহমান, বিএম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস এম ইকবাল বাহার প্রমূখ আজ ২১ এপ্রিল এক যুক্ত বিবৃতিতে বলেন, বৈশ্বিক এ চরম দুর্যোগময় মুহূর্তে তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত হয়েছি। সুন্নীয়তের অঙ্গনে তাঁর পুরো পরিবার যে খেদমত করেছে এবং করে যাচ্ছে তা অতুলনীয়। মহান আল্লাহ পাক সুন্নীয়তের খেদমতের উসিলায় উনাকে জান্নাতের আ’লা মাকাম দান করুন এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২১ এপ্রিল মঙ্গলবার রাত ১০টায় সীতাকুÐ হযরত কালু শাহ্ (রহ.) এর মাযার প্রাঙ্গণে জানাযার নামায অনুষ্ঠিত হবে এবং মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান মরহুমের ছোট ভাই আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী।