মাগুরায় কঠোর অবস্থানে সেনাবাহিনী, প্রবাসীদের বাড়িতে লাল পতাকা

0
167
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মাগুরার মহম্মদপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রচারণায় নেমেছে উপজেলা প্রশাসনসহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। সরকার ঘোষিত লকডাউনের ঘোষণার পর সচেতনতা বৃদ্ধিতে শহরে অবিরত চলছে পরার্মশমূলক মাইকিং। বিদেশ থেকে ফিরে আসা প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনকে সহায়তা করতে কঠোর অবস্থানে সেনাবাহিনী। শহরের অলি-গলি ও সড়কে বিনা কারণে ঘোরাঘুরি পাড়া-মহল্লার একই স্থানে একাধিক লোক জড়ো হলেই সেনাবাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন। ফার্মেসি, মুদি দোকান ও খাবারের দোকান ব্যাতীত সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রশাসনের সচেতনতা ও প্রচারণায় মানুষ অনেকটা ঘরমুখো। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধাজ্ঞা থাকায় শহরে জনসাধারণের আনাগোনা অনেকটা কমেছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর অবধি মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান শহরের প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে নির্ধারিত মূল্যে দ্রব্যাদি ক্রয়-বিক্রয় করতে নির্দেশনা দিয়েছেন অন্যথায় তদের আইনের আওয়ায় আনা হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান শহরের বিভিন্ন পয়েন্টে জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান বিতরণ করছে।
নহাটা বাজারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সিদ্দিকী লিটনের নেতৃত্বে বাজারে আগত মানুষের মধ্যে দুই হাজার মাস্ক বিতরণ করেছেন। এ সময় তিনি তাদের সচেতনতামূলক পরামর্শও দিয়েছেন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সেবা কেন্দ্র, ৫ বেডের আইসোলেশন ইউনিট ও ৩জন ডাক্তার, ৬জন নার্সসহ ১২ সদস্যের একটি বিশেষ টিম গঠন এবং মহম্মদপুর আদর্শ টেকনিক্যাল কলেজে হোম কোয়ারেন্টাইন খোলা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোকছেদুল মোমিন।
তিনি বলেন, করোনা শনাক্ত করতে প্রয়োজনীয় কিট তাদের সংগ্রহে রয়েছে এবং হাসপাতালের মোবাইল ফোনে সেবা নেওয়ার পাশাপাশি আমরা রোববার থেকে সন্দেহভাজন রোগীদের জন্য আলাদা কক্ষে সেবা দেওয়ার ব্যবস্থা করেছি।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকল এলাকার খাবারের দোকান, ফার্মেসি এবং মুদি দোকান ব্যাতীত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি এবং সরকারি নির্দেশনায় সব রকম প্রস্তুতি গ্রহণ করেছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here