Daily Gazipur Online

মাদকের বিরুদ্ধে কথা বলায় কক্সবাজারে গুম ও নির্যাতনের শিকার হলেন সাংবাদিক

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার দৈনিক চট্টগ্রামের পাতা ও এটিএন নিউজ টিভির জেলা কার্যালয় হোটেল বিলকিস এর তৃতীয় তলায় গত ৮ই এপ্রিল রাত ১১টায় চিহ্নিত মাদক সন্ত্রাসী তারেক সিকদারের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে এটিএন নিউজ টিভির ব্যবস্থাপনা পরিচালক লায়ন আমিরুল গনি খোকনকে ব্যাপক আঘাত করে এবং এক পর্যায়ে জোর করে তাকে হত্যা করার উদ্দেশ্যে গুম করে নিয়ে যায়। স্থানীয় সাংবাদিক ও পুলিশ ও র‌্যাবের ব্যাপক তৎপরতায় তাকে ব্যাপক মারধোর করে রাস্তায় ফেলে রেখে যায়। সে ৬ ঘন্টা অজ্ঞান থাকে। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে প্রথমে কক্সবজার সদর থানায় মামলা করলে তদন্তের নামে ওসি মামলাকে গরিমশি করছে, অন্যদিতে কক্সবাজার ম্যাজিষ্ট্রেট কোর্টে এ বিষয়ে একটি মামলা দায়ের করে, মামলা নং-সিআর ১১২/২০২৩, তারিখ-১১-০৪-২০২৩। সেই মামলা তারেক সিকদারকে ১নং আসামী করা হয়। ২নং মোঃ মঈনুদ্দিন, ৩নং শহিদুল্লাহ, ৪নং আব্দুল্লাহ আল সোলাইমান, ৫নং রিয়াদ কে আসামী করে। ধারা- পেনাল কোর্ট এর ১৪৩/৩২৩/৩২৬/৩৬৩/৩৬৪/৩০৭/৫০৬/৩৪ ধারা মোতাবেক ফৌজদারী মামলা। এই ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ১৫ এপ্রিল বিকাল ৩.৩০ মিনিটে এক নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। এসময় অন্যান্যদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সংগঠন ড. প্রফেসর শহিদ মঞ্জু, বিশিষ্ট রাজনীতিবিদ আতাউল্লাহ খান আতা, সাংবাদিক মোসাঃ লাভলী আক্তার নুপুর, মোসাঃ শারমিন আক্তার, শেখ বর্ষা ইসলামসহ প্রমুখ। এসময় নির্যানিত সাংবাদিক লায়ন আমিরুল গনি খোকন উপস্থিত থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গত ১ বছর যাবত কক্সবাজারের ভূমিদস্যু ও মাদক সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমাকে নানাভাবে হয়রানী করেছে। বিভিন্ন সময় আমাকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমনও করেছে। আমার নামে বিভিন্নভাবে মিথ্যা মামলা দায়ের করে হয়রানীর শিকার করেছে। কোনভাবে আমাকে আমার অবস্থান থেকে সরাতে না পেরে গত ৮ই এপ্রিল রাতে আমার অফিস থেকে চিহ্নিত মাদক সন্ত্রাসীরা আমাকে আঘাত করে এবং এক পর্যায়ে আমাকে গুম ও হত্যা করার উদ্দেশ্যে তুলে নিয়ে যায়। এ বিষয়ে তাৎক্ষনিক বিভিন্ন চ্যানেলে সংবাদ পরিবেশন করা হলে এবং স্থানীয় পুলিশ ও র‌্যাব তৎপরতা দেখালে আমাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে যায়। আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় মামলা করলেও ওসি এ বিষয়ে তেমন কোন কার্যকর ভূমিকা পালন করেনি। পরবর্তীতে কোর্টে মামলা করলে মামলার তদন্তভার কক্সবাজার জেলা ডিবি’র কাছে রয়েছে। মানষিক এবং শাররীকভাবে আমি খুবই অসুস্থ। খুব অল্প সময়ের মধ্যদিয়ে আমার কানের অপারেশন করতে হবে। তিনি ন্যায় বিচার ও দোয়া চান।
সভাপতি মোঃ মঞ্জুর হোসেন ঈসা তার বক্তব্যে বলেন, আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করবো। তিনি আরো বলেন, কক্সবাজার জেলা একটি মাদকের শহরে পরিণত হয়েছে। সেখাানকার মানুষ বিভিন্নভাবে হয়রানীর শিকার হচ্ছে। বিশেষকরে সাংবাদিকরা যেভাবে নির্যাতন-নীপিড়নের শিকার হয় তা খুবই ভয়ংকর। এ বিষয়ে যদি রাষ্ট্রে সর্বোচ্চ জায়গা থেকে ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে ভবিষ্যতে পৃথিবীর ভ্রমন পিপাসুদের সবচেয়ে নান্দনিক জায়গা কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ যেভাবে জায় তা বন্ধ হয়ে যেতে পারে। রাজস্ব হারাতে পারে কোটি কোটি টাকা। আমরা আশা করছি সাংবাদিক লায়ন আমিরুল গনি খোকনের উপর যারা ন্যাক্কারজনক হামলা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।