Daily Gazipur Online

মাদক ব্যবসায়ী ও অপরাধীদের নিরাপদ অভয়ারণ্য তুরাগ

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানীর অন্যতম প্রধান ক্রাইম জোন ও এক আতঙ্কের নাম হলো তুরাগ। পেশাদার ছিনতাই, দাগি আসামি, ডাকাত, সন্ত্রাস, ভাড়াটিয়া কিলার, খুনি, উঠতি বয়সী ক্যাডার ও বিভিন্ন অপরাধজগতের সাথে জড়িত বিচক্ষণ মানুষের নিরাপদ বসবাসের নগরীতে পরিণত হয়েছে তুরাগ থানা এলাকাটি। খবর সংশ্লিষ্ট সুত্র , আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্বস্ত একাধিক তথ্য সূত্রের।
সুত্র গুলো বলছে, অপরাধীদের গোপন আস্তানায় পরিণত হয়েছে রাজধানীর তুরাগ থানা এলাকা। এক সময় এই থানা এলাকাটি সাবেক হরিরামপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন ছিল। ছোট বড় প্রায় ৩৩টি গ্রাম নিয়ে গঠিত জনবহুল তুরাগের হরিরামপুর ইউনিয়ন। কি নেই এখানে; হাত বাড়াইলেই সহজে মিলে মরণনেশা মাদক। মাদকে দিনদিন সয়লাব হয়ে গেছে পুরো তুরাগ, উত্তরাসহ আশপাশের এলাকাগুলো। বিশেষ করে মরণনেশা ইয়াবা ট্যাবলেট তুরাগের প্রতিটি গ্রামে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এতে করে যুব সমাজ ও নতুন প্রজন্মের শিক্ষার্থী মেধাবীরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। সমাজে দিনদিন মাদকাসক্তদের সংখ্যা বেড়েই চলেছে। এর কোন প্রতিকার নেই ; বরং উল্টো এর বিস্তার বৃদ্ধি পাচ্ছে। কোন ভাবেই রোধ করা সম্ভব হচ্ছে না ভয়াবহ মাদকের বিস্তার ।
সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, তুরাগের তেত্রিশ গ্রামে কমপক্ষে ২০০ (দু’শ) স্পটে শতাধিক ডিলার ইয়াবা ব্যবসার সাথে ওঁইপ্রত ভাবে জড়িত। একাধিক শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে তারা পৃথক পৃথক এলাকায় সক্রিয় রয়েছে। সমাজের এক শ্রেণির মুখোশধারী গডফাদার তথা বড় ভাইয়েরা এদেরকে শেল্টার তথা আশ্রয় পস্রয় দিয়ে থাকে। অনেক সময় উঠতি বয়সী যুবক, তরুণদের বিভিন্ন সময় দলীয় মিটিং মিছিলসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আর মাদকের বড় মাপের কারবারিরা দামি গাড়িতে বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায়। এদের মধ্যে অনেকে আছে অল্প শিক্ষিত ; কেউবা আছে, পড়াশোনা একে বারেই জানে না।
তথ্য অনুসন্ধান ও সংশ্লিষ্ট সূত্র গুলো মতে, তুরাগে ছড়িয়ে পরা মাদকের স্পট গুলোর মধ্যে উল্লেখ যোগ্য হলো- তুরাগের ডিয়াবাড়ি, তারারটেক, শুক্রভাঙ্গা, নয়ানগর, নলভোগ, চন্ডাল ভোগ, (নতুন বাজার- সুন্দরবন কুরিয়ার সার্ভিস সংলগ্ন এলাকা), রেন্ট এ কার বাজার, অবৈধ ট্রাক ষ্ট্যান্ড, ডিপিএস স্কুল, রানাভোলা, রাজা বাড়ি, কামারপাড়া, ভাটুলিয়া, ফুলবাড়িয়ার টেকপাড়া, যাত্রাবাড়ি, খানটেক, পাকুরিয়া, আহালিয়া, দলিপাড়া, বাউনিয়া (বটতলা), বাদালদী ও উলুদাহা ইত্যাদি। এদের সাথে বস্তি এলাকা গুলোতে ও মাদকদ্রব্য অবাধে বিক্রি হচ্ছে। এক শ্রেণির অটোরিকশা, লেগুনা ও প্রাইভেটকার চালকরা গোপনে সিন্ডিকেট করে মাদকের এ ব্যবসা দীর্ঘ দিন ধরে চালিয়ে আসছে।
খোঁজ খবর নিয়ে জানা যায়, উত্তরা ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর সেক্টর এলাকা গুলো ইয়াবা সিন্ডিকেটের গোপন ঘাঁটিতে পরিণত হয়েছে। প্রতিনিয়তই স্থানীয় বাসিন্দার ও পথচারীরা রাত কিংবা দিনের বেলায় মাদকাসক্ত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও উঠতি বয়সী অপরাধীদের কবলে পড়ে নগদ টাকা ও মোবাইল সর্বত্র খুইছেন। মাদকের বিরুদ্ধে স্হানীয় কোন ব্যক্তি কিংবা কেউ যদি প্রতিবাদ করেন, সংশ্লিষ্ট থানা পুলিশকে মাদকদ্রব্য বিক্রির কথা জানায়, কিংবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাহলে তাকে বলির পাঠা হতে হয়। অনেকট সময় তাকে প্রকাশ্যে হতে হয় নাজেহাল, নানা ধরনের অহেতুক হয়রানির শিকার কিংবা তার জীবনে চলে আসে হুমকী।
এব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসন সব কিছু জেনে ও মাদক ব্যবসায়ী, ইয়াবা ডিলার, খুনের মামলার দাগী আসামী, ছিনতাইকারী, মাস্তান, ভাড়াটিয়া খুনি, উঠতি বয়সী ক্যাডার বাহিনী সহ নানাবিধ অপরাধী চক্রের বিরুদ্বে তেমন কোন আইননানুগ ব্যবস্থা গ্রহন করছেন না। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী, এলাকার সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধি ও সমাজের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নাম প্রকাশ অনিচ্ছুক এক নেশাখোর জানান, আমি কমপক্ষে ২৮/৩০ বছর ধরে নেশার জগতে আছি! জেলও খেটেছি। আমি জীবনে এমন কোন নেশা নাই যে সেবন করি নাই। আমি নেশা খাই সত্যি ; নেশায়ও আমারে খায়! তার ভাষ্য মতে- ”ইয়াবা ট্যাবলেট খাবি খা’’ এরপর ভুগতে ভুগতে একদিন ’’মারা যাবি যা”।
এলাকাবাসী ও একাধিক সূত্র জানিয়েছে, মরণনেশা ইয়াবা বর্তমানে দেশের তরুন মেধাবী ও যুব সমাজকে ধবংশের দিকে এগিয়ে নিয়ে যাচেছ। মানুষের জীবন-যৌবন আর মৃত্যুর অপর নাম হল ইয়াবা ট্যাবলেট। সারা দেশব্যাপী ইয়াবা সেবন ও বিক্রি আগের যে কোন সময়েরন চেয়ে কয়েকগুন বেড়ে গেছে। কোন অবস্থাতেই মরণনেশা ইয়াবা ট্যাবলেট পাচার, বেঁচাকেনা বন্ধ এমন কি রোধ করা যাচেছ না। ইয়াবার আক্রমন ও আগ্রাশন থেকে আমাদেরকে যে কোন মূল্যে বের হয়ে আসতে হবে। দেশের বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রে প্রায় ১৫ হাজার থেকে ২০ হাজার মাদকাসক্ত চিকিৎসা সেবা নিচ্ছেন। কোন কোন ক্ষেত্রে এর সংখ্যা তুলনামুলক ভাবে একটু বেশি। ইতি মধ্যেই দেশে ইয়াবা আসক্তির সংখ্যা ৩০ থেকে ৩৫ লাখ ছাড়িয়ে গেছে বলেও ধারণা করছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।
তথ্য অনুসন্ধ্যানের জানা গেছে, তুরাগের হরিরামপুর ইউনিয়নের সাবেক ৫ নম্বর ওয়ার্ড (বর্তমানে ডিএনসিসি’র ৫৩ নং ওয়ার্ডস্হ) চন্ডাল ভোগ গ্রামের আরাফাত সুপার মার্কেটটি এখন মাদক ব্যবসায়ীদের আস্তানায় পরিণত হয়েছে । এখানে গড়ে উঠা গাড়ি পুরাতন চাকা, টায়ারের দোকান, সেলুন, খাবার হোটেল ও চা- পানের সরকারি জায়গায় বেশ কয়েকটি দোকান রয়েছে। এসব দোকানে বসে মাদক সেবনকারীরা আড্ডা জমায়। রাত দিন ইয়াবা গাঁজা ও মদ- বিয়ার বেঁচাকেনা হয়। একই সাথে রাত দিন মোবাইল ফোনে জুয়া খেলার আসর বসে। রাত যত বাড়তে থাকে তত বেশি জমজমাট হয় আড্ডা।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রাজধানীর অভিজাত এলা উত্তরা মডেল টাউন, তুরাগ, টঙ্গীসহ
আশপাশের এলাকা থেকে দামী গাড়ি, জীপ গাড়ি, পাজারো, দামী মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে মাদকের ডিলাররা রাতে কিংবা দিনের বেলায় সুযোগ বুঝে খুঁচরা ব্যবসায়ীদের হাতে সুযোগ বুঝে মরণনেশা ইয়াবা পৌঁছে দিচেছ বলে অভিযোগ রয়েছে। এদের মধ্যে অন্তত ২শ স্পটে দেড় থেকে ২০০জন ইয়াবা ডিলার বর্তমানে সক্রিয় হয়ে উঠেছে। ইয়াবা সিন্ডিকেট চক্রের সাথে স্থানীয় রাজনৈতিক দলের সাঙ্গপাঙ্গরাও জড়িত। বাকীরা ইয়ারা ব্যবসার সিন্ডিকেটের সাথে জড়িত এবং সেবনকারী।
আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সূত্র জানিয়েছে, মাদকের ক্রেতা-বিক্রেতারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে বর্তমানে কোন ধরনের ঝুঁকি না নিয়ে অধিকাংশ ক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছে। এছাড়া তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করে মাদক বেচাকেনা চালিয়ে যাচ্ছেন। এমনকি সুবিধাজনক স্থানে লেনদেন শেষ করছে তারা। শুধু তাই নয়; এদের সাথে যুক্ত রয়েছে উঠতি বয়সের কিশোর, তরুন- তরুণী, যুবক, সুন্দরী গৃহবধূসহ মাদক ব্যবসায়ী ।
খোঁজ নিয়ে জানা গেছে, তুরাগ ও উত্তরায় ইতো মধ্যে আইনশৃংখলা বাহিনীর হাতে অনেক মাদক কারবারি ও ব্যবসায়ী আটক হয়েছে। অনেকে এখন জেলে আছে। আবার অনেকে জামিনে বের হয়ে পূর্বের পেশায় ফিরেছে বলে এলাকাবাসিরা অভিযোগ করেন। এদের মধ্যে তুরাগের চন্ডাল ভোগ, ডিয়াবাড়ি, তারারটেক, আহালিয়া, বাউনিয়া, কামারপাড়া, ফুলবাড়িয়াসহ অনেক গ্রামে ইয়াবা ব্যবসা করে রাতারাতি কতিপয় ব্যক্তি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়া মাদক ব্যবসার পাশাপাশি চুরি, ছিনতাই, অসামাজিক কার্যকলা, প্রতারনা ও জাল-জালিয়াতির মতো ঘটনা দিব্যি বেড়েই চলেছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র গুলো নিশ্চিত করেছে।
সরজমিনে অনুসন্ধ্যান ও আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন তথ্য সুত্রে জানা গেছে, তুরাগের অর্ধ মধ্যবিত্ত পরিবারের কিশোরদের টাকার লোভ দেখিয়ে তাদের দিয়ে ইয়াবার হোম ডেলিভারি সার্ভিস দিছে স্থানীয় প্রভাবশালী মহলের কতিপয় কিছু মাদক ব্যবসায়ীরা। তারা নিজ নিজ এলাকায় সিন্ডিকেট তৈরী করেছে। ইয়াবা ডিলার ও খুচঁরা ব্যবসায়ীদেরকে শেল্ডার দেয় এলাকার বেশ কিছু বড় ভাইয়েরা। তারাই সব কিছু নিয়ন্ত্রন করে থাকেন। বিনিময়ে তারা লাখ লাখ টাকার মালিক হয়ে গেছেন। গড়ে তুলেছেন বিপুল পরিমান সম্পদ,ব্যাংক ব্যালেঞ্জ ও বিষয় সম্পত্তি। এ ক্ষেত্রে মাদকের টাকা আগেই পেমেন্ট করে দিতে হয় মাদকসেবীদের। আর এ কাজটি সবচেয়ে বেশী হয় বিকেল ও সন্ধ্যায়। আর ইয়াবা ট্যাবলেটের চালান আসে মধ্যরাতে এবং ভোরে। সম্প্রতি র‌্যাব-১ উল্টরা তুরাগ থানা এলাকা থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গেস্খফতার করেছে।
এদিকে ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, গত সোমবার (৩১ জুলাই) দুপুরে গোপন তথ্যের ভিওিতে তুরাগের ধউর এলাকায় পুলিশ চেকপোস্টে এস,আই মামুনুর রশিদ ও এস,আই শহিদের অভিযান চালিয়ে ৩১২ বোতল ফেন্সিডিল সহ মোঃ নাগর হোসেন (৩২) ও মোঃ শিমুল (২১) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, উদ্ধারকৃত মাদকের বাজার মূল আনুমানিক প্রায় ৯ লাখ ৩৬ হাজার টাকা। চুয়াডাঙ্গা জেলার জীবন নগর সেনেরহুদা গ্রামে আটককৃতদের বাড়ি।
অপরদিকে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, গত শনিবার (২ আগস্ট) দুপুরে উত্তরা পশ্চিম থানার ১২নং সেক্টর ৩ নং সড়কের ৩৬ নং বাড়ির স্বপ্ন সুপার শপের রাস্তার উপর চেকপোস্ট করাকালীন সময় একটি নীল রঙের টয়োটা প্রভোক্স গাড়ি তল্লাশি চালিয়ে আনোয়ার হোসেন ওরফে আনা (৪২) নামে এক মাদক কারবারি কে ৮ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার সহ আটক করা হয়।
ডিএমপির উত্তরা বিভাগের পুলিশের এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্সনীতি বাস্তবায়নে আমরা কাজ করছি। নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদেরকে বাঁচাতে হলে এখন থেকে ইয়াবা ট্যাবলেট পাচার, সেবন ও বিক্রি বন্ধ করতে পরিবারের সবাইকে ঐক্যবদ্ব ভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। মাদকের বিরুদ্বে পুলিশী অভিযান অব্যাহত আছে।
ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র বলছে, বর্তমানে দেশের বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রে প্রায় ১৫/২০ হাজার মাদকাসক্ত চিকিৎসা নিচ্ছেন। এরা অধিকাংশই মাদকসেবী। মাদকে আসক্ত তরুণ-তরুণীদের অধিকাংশ উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। ইতোমধ্যেই দেশে ইয়াবা আসক্তির সংখ্যা ৩০/৩২ লাখ ছাড়িয়ে গেছে বলেও ধারণা করছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।
এব্যাপারে অবৈধ মাদক ব্যবসা বন্ধে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) , র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ডিজি, ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার, ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ সরকারের অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের উধর্বতন কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসি ও সচেতন মহল।