Daily Gazipur Online

মাদার তেরেসা পদক পেয়েছেন সাংবাদিক নূরুল আমীন সিকদার

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিটের সভাপতি দৈনিক ভোরের কাগজের কাপাসিয়া প্রতিনিধি মোহাম্মদ নূরুল আমীন সিকদারকে সাংবাদিকতা বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা সম্মাননা পদক প্রদান করা হয়। ৫ এপ্রিল শুক্রবার রাতে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি উদ্যোগে এ পদক প্রদান করেন। সারাদেশ থেকে সাংবাদিকতা, চিকিৎসা সেবা, শিক্ষা বিস্তার ও জনসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে ৩৫ জনকে এ পদক দেওয়া হয় বলে জানিয়েছেন অনুষ্ঠান সমন্বয়কারী প্রেমসাগর মিলন। বাংলাদেশ মানবাধিকার সোসাইটি উপদেষ্টা মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোট আপিল বিভাগের বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুলহারুন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক অরুণসরকার রানা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এইচ এম মেহেদীহাসান, কিশোরগঞ্জ জেলা জেনারেল হাসপাতালে নিয়ন্ত্রক ডাঃসুলতানা রাজিয়া, দৈনিক আমার সময়ের নির্বাহী সম্পাদক মিজানুর রহমান বক্তব্য রাখেন। প্রধানঅতিথি বলেন আমিমনে করি এ পদক আপনাদের কাজ কে আরো গতি সঞ্চার করবে। পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছে কাজই তাদেরকে বিখ্যাত করেছে।