
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যায় জড়িত সিরাজসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও সারা দেশে নারী শিশু নির্যাতন, হত্যা ও ধর্ষনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর, মহিলা ক্লাব ও নাগরিক উদ্যোগে সোমবার কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চেীধুরী সড়কে সকাল ১০টায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে । মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষিকা নমিতা দত্ত, সিপিবি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, প্রভাষক মাওলানা মো. মাসুম বিল্লাহ প্রমুখ। বক্তারা নুসরাত হত্যাকারী ঘাতক সিরাজ ও তার সহযোগীদের গ্রেফতার এবং সারা দেশে নারী-শিশু নির্যাতন ও ধর্ষনকারীদের দ্রæত আইনের আওতায় এনে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
##
