মানবতাবাদী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আদর্শ: উপাচার্য শারফুদ্দিন আহমেদ

0
92
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের জাতীয় কবি, মানবতাবাদী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আদর্শ আমাদেরকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়। মানবতা প্রেমী, মহান কবি কাজী নজরুল ইসলাম হলেন সকল জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সকল মানুষের প্রাণের কবি। যে কারণে ১৯৭২ সালের ২৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন ও জাতীয় কবি হিসেবে ঘোষণা দেন। ২৫ মে ২০২১ইং তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবাষির্কী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মাননীয় উপাচার্য মহোদয় একথা বলেন। এরপর এই মহান কবির আত্মার মাগফেরাত ও জান্নাত কামনায় মাননীয় উপাচার্য মহোদয় নিজেই দোয়া মোনাজাত করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার। সার্বিক তত্ত্বাবধানে মিডিয়া সেল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here