Daily Gazipur Online

মানবতার বন্ধু জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি দাবি

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার বিকাল ৩ টায় তোপখানা রোডস্থ নির্মলসেন মিলনায়তনে উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জকে মুক্ত করতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে এক সভা আয়োজিত হয়। নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলামিস্ট বখতিয়ার উদ্দিন চৌধুরী, মওলানা ভাসানী ফাউন্ডেশনের সম্পাদক গাফফার খান, ভোটাধিকারের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রাকারী হানিফ বাংলাদেশী, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ খান, জাতীয় মুক্তি আন্দোলনের নেতা দার্শনিক জালাল উদ্দিন মজুমদার, ফেনী অধিকার ফোরামের আহ্বায়ক মিনহাজ উদ্দিন সেলিম, নাগরিক পরিষদের ঢাকা মহানগর নেতা আতিকুর রহমান মিয়াজী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাঃ সামছুল আলম, আহমদ হোসেন ভূঁইয়া, মোঃ নুরুল ইসলাম বিপ্লব প্রমুখ।
বক্তারা মানবতার বন্ধু জুলিয়ান অ্যাসেঞ্জকে মুক্ত করতে বিশ্ববিবেকের জেগে উঠার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, বিশ্বের মানুষের তথ্য জানার অধিকার আজ মানবিক অধিকার। বিশ্বের সকল মানুষ জুলিয়ান অ্যাসেঞ্জ এর মাধ্যমে অনেক মানবতা বিরোধী চক্রান্ত সম্পর্কে জানতে সক্ষম হয়েছে। তাই জুলিয়ান অ্যাসেঞ্জ মানবতার বন্ধু, Brother of Humanity| আমরা তার নিঃশর্ত মুক্তি কামনা করছি। অ্যাসেঞ্জ মুক্ত হরে মানবিকতার জয় হয়ত হবে। বিশ্বের মানুষ বর্তমানে সভ্যযুগে বসবাস করছে বলে ইতিহাসে লিখা থাকবে। যদি অ্যাসেঞ্জ মুক্ত না হয়ে বিপদগ্রস্ত হয় কিংবা কোন দেশ তার প্রাণ সংহার করে তবে আগামীর ইতিহাসে আমাদের কাল অন্ধকার অসভ্য যুগ বলে প্রতীয়মান হবে। বক্তারা উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ এর নিঃশর্ত মুক্তি দাবী করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যাতে জুলিয়ান অ্যাসাঞ্জকে হস্তান্তর করা হয় ব্রিটেনের কাছে সকল মানবতাবাদী বিশ্ববাসীর পক্ষ থেকে আহ্বান জানানোর দাবি করা হয়।