মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতির অস্ত্রোপচার, সুস্থতায় দোয়া কামনা

0
248
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক:মানবাধিকার কর্মী, রাজধানীর নিকুঞ্জ থেকে প্রকাশিত ‘ঢাকারনিউজ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতির সফল অস্ত্রোপচার হয়েছে। দ্রুত সুস্থতায় তিনি দেশবাসীর একান্ত দোয়া কামনা করেছেন।
মধ্যপ্রাচ্যে নির্যাতনের শিকার নারী গৃহ শ্রমিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা ও তাদের পারিশ্রমিক আদায় সহ এসব অসহায় নারীদের অধিকার আদায়ে অসামান্য ভূমিকা রেখে চলা বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি বেশ কিছুদিন যাবত অসুস্থতায় ভোগছেন। অসুস্থ হয়ে পড়ে একাধিকবার তাকে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়। সবশেষে নানা পরীক্ষা নীরিক্ষার পর চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার(৩০ এপ্রি) দুপুর ১টায় নারায়ণগঞ্জের জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে তাৎক্ষণিক অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাকে ৩৩৭ নাম্বার কেবিনে রাখা হয়েছে।
এর আগে গত রোববার(২৮ এপ্রিল) নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ প্রাইম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে এনে অপারেশনকরা হয়।

তার রেগুলার চিকিৎসক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ(সার্জন) ডা. উম্মে তাহমিনা সীমা এ প্রতিবেদককে জানিয়েছেন, আসলে এটি তার তৃতীয় গর্ভধারণ ছিল। এর আগের দু’বারও তার ন্যাচারাল মিস ক্যারেজ ও এবোরশন ছিল। এবং দীর্ঘদিন পর ফের গর্ভধারন করলেও এবারও তার গর্ভের শিশু সঠিক জায়গায় না থেকে একপাশের নাড়ে অবস্থান নিয়ে বেড়ে উঠছে। যা মায়ের জন্য মারাত্মক ঝুঁকি। তাই বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার পর প্রথমে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হলেও এক পর্যায়ে ইনজেকশনের মাধ্যমে সমস্যাটি সমাধানের সিদ্ধান্ত নেয়। যেহেতু তার ইতিপূর্বে কোনো সন্তান নেই, তাই অস্ত্রোপচারের কারণে যেনো তার ভবিষ্যতে সন্তান নিতে ঝুঁকি না থাকে। তবে ইনজেকশনের কারনে অবস্থার অবনতি হওয়াতে তাৎক্ষণিক অপারেশন করার সিদ্ধান্ত নেয়।
এদিকে এ সাহসি নারীর পরিবারের ঘনিষ্টজনরা জানিয়েছেন, পরপর তৃতীয়বারের মতো অনাগত সন্তান হারানোর বেদনায় মানসিক ভাবে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি। যা কাটিয়ে উঠতে কিছুদিন সময় হয়ত লাগবে। তবে দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবার মানবতার দূত স্বরুপ এই নারী নিজ কর্মস্থলে যোগ দেয়ার পাশাপাশি মানব সেবায় আরো ভূমিকা রাখবেন বলে আশাবাদি তারা।
প্রসঙ্গত, সোনিয়া দেওয়ান প্রীতি দীর্ঘ দেড় যুগ ধরে সাংবাদিকতার পাশাপাশি একজন মানবাধিকার কর্মী হিসেবে মানবতার পক্ষে লড়াই করে ইতিমধ্যেই দেশ-বিদেশের অসংখ্য মানুষের দোয়া ও ভালোবাসা পেয়েছেন। এর পাশাপাশি বর্তমানে তিনি রাজধানীর নিকুঞ্জ থেকে প্রকাশিত ‘ঢাকারনিউজ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই কঠিন মুহূর্তে তিনি দেশবাসীর একান্ত দোয়া কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here