Daily Gazipur Online

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গাজীপুর মহানগর শাখা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ শাহজালাল দেওয়ান: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গাজীপুর মহানগর শাখা’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গরীব দুস্থ ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার গাজীপুর মহানগর টঙ্গী আলেরটেক ঢাকা ডাইং রোড এলাকায় গরিব অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গাজীপুর মহানগর শাখার সভাপতি আবদুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব লায়ন মোঃ মোস্তাফিজুর রহমান খান,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার যুগ্ন মহাসচিব শেখ মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান আলেরটেক জামে মসজিদের মতোয়াল্লী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বি এ,মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গাজীপুর মহানগরের উপদেষ্টা প্রফেসর ডাক্তার জালাল আহমেদ,গাজীপুর জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শাহজাহান মিয়া,মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গাজীপুর মহানগর শাখার অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আকাশ,যুগ্ম সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র শীল ও নজরুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মহিলা বিষয়ক সম্পাদক মোঃ রিজিয়া বেগম প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব লায়ন মোঃ মোস্তাফিজুর রহমান খান তার তার বক্তব্যে বলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কাজ হচ্ছে দেশের সংবিধান আইন ধর্মনিরপেক্ষতা ও জাতিসংঘের সর্বজনস্বীকৃত ৩০ টি ধারা সম্বলিত মানবাধিকার সনদ আইন মেনে চলা দেশের স্বাধীনতা ন্যায়বিচার ও বিশ্ব শান্তির পক্ষে সবসময় কাজ করা ।গাজীপুর মহানগর মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শীতবস্ত্র বিতরণকে সাধুবাদ জানায় তিনি। গাজীপুর মহানগর মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আবদুর রশীদ ভূঁইয়া বলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গাজীপুর মহানগর কমিটি হওয়ার পর থেকেই আমরা যেসব কর্মকাণ্ড পরিচালনা করে থাকছি তার মধ্যে হল পারিবারিক কলহ,সম্পত্তি সংক্রান্ত বিরোধ,দুর্নীতি টাকা আত্মসাৎ,এসিড নিক্ষেপ খুন-হত্যা মারামারি,চাকুরীর বৈষম্য মাদক পাচার,বাল্য বিবাহ বিবাহ বিবাহ বিচ্ছেদ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা কর্তৃক হয়রানি করা,সমাজের সামাজিক ভাবে কাউকে ছোট করা বা মান সম্মান নষ্ট করা,সালিশি সভা ও তদন্ত সেল,আইন পরামর্শ ও আইনি সহায়তা সেল,অসহায় দুস্থ কল্যাণ সেল,মানবাধিকার মনিটরিং সেল,সহায় মুক্তিযুদ্ধ ভূমিহীনদের মাঝে খাসজমি বিতরণ,সরকার বিভাগের জমি লিজ নিয়ে গান তৈরি করা,সমাজের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এসব সার্বিক কর্মকাণ্ড নিয়ে গাজীপুর মহানগর মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কাজ করে যাচ্ছে এবং আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে গরীব অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।