
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাৎসরিক ইনকাম ১৮,৬০০ পাউন্ড সংক্রান্ত ইমিগ্রেশন আইনের শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও ব্রিটিশ নাগরিক লরেন্স হাইডেন মিটছেন-এর কানাডিয়ান সিটিজেন স্ত্রী মিরান্ডা কেন্ট-এর এন্ট্রি ক্লিয়ারেন্স সংক্রান্ত মামলাটির আপীলের আইনী লড়াইয়ে জয়ী হয়ে আরেকটি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবি চার্টার্ড লিগাল এক্সেকিউটিভে লয়ার অব সাইলেক্স এন্ড ব্যারিস্টার এম এ মুয়ীদ খান।
মামলাটির সংক্ষেপিত বিবরণী থেকে জানা গেছে যে, ২০১৮ সালের ১৮ জানুয়ারী মিরান্ডা ইউনাইটেড কিংডমে লরেন্সের স্ত্রী হিসেবে প্রবেশ করার জন্য এন্ট্রি ক্লিয়ারেন্সের আবেদন করেছিলেন। ২০১৮ সালের ২ মে কানাডার এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার মিরান্ডার আবেদনটি প্রত্যাখ্যান করে দেয়। অভিযোগ করা হয়েছিল যে, প্রথমত: লরেন্সের সাথে মিরান্ডার সম্পর্ক নেই; দ্বিতীয়ত: লরেন্সের বাৎসরিক ইনকাম ১৮,৬০০ পাউন্ড সংক্রান্ত ইমিগ্রেশন আইনের শর্ত পূরণ করেনি; তৃতীয়ত: ইউনাইটেড কিংডমে বসবাস করার জন্য মিরান্ডা পর্যাপ্ত আবাসনের প্রমানপত্র দাখিল করেনি; চতুর্থত: মিরান্ডার আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যাতিক্রমধর্মী পরিস্থিতি নেই এবং পঞ্চমত: মিরান্ডার আবেদনের ক্ষেত্রে এমন কোনো সমবেদনাপূর্ণ কারণ নেই, যার কারণে মিরান্ডাকে ইমিগ্রেশন আইনের বাইরে এন্টি ক্লিয়ারেন্স দেওয়া উচিত।
এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের এই সিদ্ধান্ত মিরান্ডার সাংসারিক জীবনকে হুমকির দিকে ঠেলে দেয়। তার ব্রিটিশ সিটিজেন স্বামী লরেন্স বেদনায় মুষড়ে পড়েন। সাথে সাথে লরেন্স এবং মিরান্ডা উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই আইনী যুদ্ধে সহায়তা করার জন্য ইংল্যান্ড ও ওয়েলসের একজন শীর্ষ মানবাধিকার বিষয়ক আইনজীবী চার্টার্ড লিগাল এক্সেকিউটিভ ল’ইয়ার এন্ড ব্যারিস্টার এম.এ. মুয়ীদ খানকে অনুরোধ করেন। অত্যন্ত দুরূহ এই মামলাটি পরিচালনা করতে রাজি হন ব্রিটিশ বাংলাদেশী শ্রেষ্ঠ মানবাধিকার বিষয়ক আইনজীবী ব্যারিস্টার এম.এ. মুয়ীদ খান।
২০১৮ সারের ১৬ মে ব্যারিস্টার মুয়ীদ খান আদালতে গ্রাউন্ডস অফ আপীল দাখিল করেন। দীর্ঘ ৭ মাস অতিক্রম হওয়ার পর ১০ ডিসেম্বর কানাডার এন্ট্রি ক্লিয়ারেন্স ম্যানেজার একই কারণ দেখিয়ে আপিলটি প্রত্যাখ্যান করে দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মিরান্ডা এবং লরেন্সের পক্ষে আইনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন ব্যারিস্টার মুয়ীদ খান।
সুদীর্ঘ এক বছর চার মাস অতিক্রান্ত হওয়ার পর ২০১৯ সালের ২ এপ্রিল মামলাটির শুনানি শুরু হয়। হাট্টন ক্রসে অবস্থিত ইমিগ্রেশন ট্রাইবুনালে ব্যারিস্টার মুয়ীদ খান মামলাটি পরিচালনা করেন। মামলাটি শুনানির দিন আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত ছিলেন মিরান্ডার স্বামী লরেন্স এবং লরেন্সের বোন মিস আলেক্সান্দা জো মিচেল। সকাল ১০ টায় মামলাটির শুনানি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২ ঘটিকায় ট্রাইবুনাল থেকে বলা হয় যে, প্রয়োজনীয় বিচারক না থাকার কারণে শুনানি হবে না। ট্রাইবুনালের এই সিদ্ধান্তে বিমর্ষ হয়ে পড়েন লরেন্স। তাৎক্ষিণকভাবে কোর্ট ক্লার্কের সাহায্য নিয়ে ইমিগ্রেশন জজ জি ক্লার্কের কোর্টে উপস্থিত হন ব্যারিস্টার মুয়ীদ খান। লরেন্স এবং মিরান্ডার পক্ষে তিনি আদালতের কাছে মামলাটি শুনানির জন্য বিনীতভাবে অনুরোধ করেন। ব্যারিস্টার মুয়ীদ খানের বিনীত অনুরোধের কারণে দুপুর ২.৩০ মিনিটে ইমিগ্রেশন জজ জি ক্লার্কের কোর্ট মামলাটির শুনানি শুরু হয়।
হোম অফিসের পক্ষ থেকে মামলা পরিচালনাকারী আইনজীবী প্রেজেন্টিং অফিসার কোরবানি ১৮,৬০০ পাউন্ড সংক্রান্ত ইমিগ্রেশন আইনের শর্ত পূরণ না হওয়ার কারণে আপিলটি প্রত্যাখ্যান করার জন্য জোরালো দাবী উপস্থাপন করেন। অন্যদিকে ব্যারিস্টার মুয়ীদ খান, লরেন্স এবং মিরান্ডার পক্ষে হিউমান রাইটস সংক্রান্ত আইনের অনেকগুলো জোরালো যুক্তি উপস্থাপন করে আপিলটি এলাও করার জন্য আর্জি পেশ করেন।
দীর্ঘ ২ ঘন্টা ৩০ মিনিট শুনানির পর ফিনান্সিয়াল রিকুইরেমেন্ট সংক্রান্ত ১৮ হাজার ৬ শত পাউন্ডের ইনকাম এবং অন্যান্য ইমিগ্রেশন আইনের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও মহামান্য বিচারপতি ইমিগ্রেশন জজ জি ক্লার্ক, ব্যারিস্টার মুয়ীদ খানের জোরালো হিউমান রাইটসের সাবমিশন গ্রহণ করেন এবং আর্টিকেলে ৮ অফ টি ইউরোপিয়ান কনভেনশন অফ হিউমান রাইটসের অধীনে মিরান্ডার আপিলটি এলাও করেন। মহামান্য বিচারক ইমিগ্রেশন জজ ক্লার্ক ওপেন কোর্টে ব্যারিস্টার মুয়ীদ খানকে আবারো ‘বেস্ট হিউমান রাইটস লয়ার অফ দি ইউ.কে’ বলে সানন্দে ঘোষণা দেন এবং ব্যারিস্টার মুয়ীদ খানকে হিউমান রাইটসের উপর জোরালো যুক্তি উপস্থাপন করার কারণে ধন্যবাদ জানান। ঐতিহাসিক যুগান্ত সৃষ্টিকারী মামলাটির রায় ব্যবহার করে অন্যান্য বাদীগণ তাদের এন্ট্রি ক্লিয়ারেন্স আপিলে হিউমান রাইটসকে ঢাল হিসেবে ব্যবহার করে বিজয়ী হতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ব্যারিস্টার মুয়ীদ খান।
উল্লেখ্য যে, ২০১৩ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ান টিভি এক্ট্রেস ইবনি বাকলেস-এর এন্ট্রি ক্লিয়ারেন্স মামলাতে জয় লাভ করে ব্যারিস্টার মুয়ীদ খান আরেকটা মাইলফলক স্থাপন করেছিলেন। উক্ত মামলার বাদী ইবনির ব্রিটিশ সিটিজেন স্বামী নিক বার্নস-এর বাৎসরিক আয় ১৮ হাজার ৬ শত পাউন্ডের নীচে থাকার কারণে এন্ট্রি ক্লিয়ারেন্স এপ্লিকেশনটি প্রত্যাখ্যাত হয়ে গিয়েছিল। হিউমান রাইটসকে ঢাল হিসেবে ব্যবহার করে উক্ত মামলাতে জয় লাভ করে ব্যারিস্টার মুয়ীদ খান আরেকটা অসামান্য সাফল্য অর্জন করেছিলেন।ব্যারিস্টার মুয়ীদ খান অক্টোবর ২০১১ সালে ল’ সোসাইটি কর্তৃক ইল্যান্ড ও ওয়েলসের ২০১১ সালের জন্য ‘শ্রেষ্ঠ সাতজন লিগ্যাল এক্সিকিউটিভ আইনজীবি’ নির্বাচিত হয়ে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড -২০১১’ অর্জন করেন। এছাড়া ২০১১ সালের এপ্রিল মাসে তিনি বৃটিশ বার কাউন্সিল, ল’ সোসাইটি ও আইলেক্সের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইল্যান্ড ও ওয়েলসের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘এডভোকেসী ইন দ্যা ফেস অব এডভারসিটি অ্যাওয়ার্ড-২০১১’ লাভের গৌরব অর্জন করেন।
মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন জটিল মামলাতে অসামান্য অবদান রাখার কারণে ইউনাইটেড কিংডমের বার কাউন্সিল, ল’ সোসাইটি এবং সাইলেক্স যৌথভাবে ব্যারিস্টার মুয়ীদ খানকে ২০১২ সালে ‘বেস্ট হিউমান রাইটস ল’ইয়ার অব ইংল্যান্ড ও ওয়েলস’ বলে ঘোষণা দিয়েছিল। ব্যারিস্টার মুয়ীদ খান সর্বপ্রথম একজন ব্রিটিশ-বাংলাদেশী আইনজীবী হিসেবে এই বিরল সম্মান অর্জন করেছিলেন। ব্যারিস্টার মুয়ীদ খানকে সম্মাননা ট্রফি, সার্টিফিকেট, বিজয়ী লোগো এবং পিভেরেল গ্রুপের সৌজন্যে ৭৫০ পাউন্ড প্রদান করা হয়, চ্যারিটি চেকটি তিনি স্বেচ্ছায় বৃটিনের রাণীর ট্রাস্ট ফান্ডে জনকল্যাণে দান করে দেন।
এছাড়াও ২০১৬ সালে ইংল্যান্ড এবং ওয়েলসের ২০ হাজার আইনজীবীদের মধ্য থেকে বাছাই করে নাম্বার ওয়ান লিগাল এক্সেকিউটিভে ল’ইয়ার হিসেবে ব্যারিস্টার মুয়ীদ খানকে ‘সাইলেক্স প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড-২০১৬’ তুলে দিয়েছিলেন সাইলেক্স প্রেসিডেন্ট। ব্যারিস্টার মুয়ীদ খান সর্বপ্রথম একজন ব্রিটিশ-বাংলাদেশী আইনজীবী হিসেবে এই বিরল সম্মান লাভের গৌরব অর্জন করেছিলেন।
এছাড়াও ২০১২ থেকে শুরু করে ২০১৮ সালের ভেতর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ে অসামান্য অবদান রাখার কারণে ব্যারিস্টার মুয়ীদ খানকে ৮ টির উপরে ‘হিউমান রাইটস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছিল।
জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব সেলিব্রেটি ল’ইয়ার ব্যারিস্টার মুয়ীদ খান ইউনাইটেড কিংডম থেকে সম্প্রচারিত আই.অন টিভির জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান ‘অন জাস্টিস উইথ মুয়ীদ খান’-এর ফাউন্ডার অ্যাঙ্কোর এন্ড রিসার্চার হিসেবেও দায়িত্ব পালন করছেন কমিউনিটির স্বার্থে। এছাড়াও এনটিভি ইউরোপে প্রচারিত ‘আইন ও অধিকার’ এবং ‘লিগাল আপডেট উইথ এনটিভি’ বিষয়ক দুইটি জনপ্রিয় অনুষ্ঠানের দ্রষ্টা এবং স্রষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার মুয়ীদ খান।
ব্যারিস্টার মুয়ীদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক আ.ন.ম আবদুল মান্নান খান ও রত্নগর্ভা মা রেহানা আক্তার বেগমের ২য় পুত্র। বিডিক্যাম্পাসনিউজ২৪ ডটকম’ পত্রিকার প্রধান সম্পাদক ও বিশ্ববিদ্যালয় পরিক্রমা পত্রিকার উপদেষ্টা সম্পাদক, ইনস্টিটিউট অব ল্যাংগুয়েজ স্টাডিজ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইনস্টিটিউট অব হযরত মুহাম্মদ (সা.)-এর পরিচালক, ইউনিভার্সিটি অব কুমিল্লা, উত্তরা, ঢাকার ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস বিভাগের এডভাইজার অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খানের কনিষ্ঠ ভ্রাতা, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আবদুল মুকীত খান মাসুমের মেজো ভ্রাতা এবং ব্রাক্ষণবাড়ীয়া জেলার কসবা থানাধীন সৈয়দাবাদ গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক মরহুম আলহাজ্ব আবুল ইকরাম মুহাম্মদ হাবিবুল ইসলাম খানের পৌত্র।
বৃটিশ-বাংলাদেশী হুজ হু- ২০১১ ব্যারিস্টার মুয়ীদ খানের অসাধারণ অবদান ও সাফল্যগাথা তাঁর জীবনবৃত্তান্তসহ ২০১১ সালের সংস্করণে প্রকাশিত হয়। ব্যারিস্টার মুয়ীদ খান ইল্যান্ড থেকে ব্যারিস্টারস ম্যাগাজিন, ইউকে বর্ডার এজেন্সীর প্রকাশনা, লেক্সিস নেক্সিস, ডেইলি স্টার, ইনডিপেনডেন্ট, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, নিউ নেশন, বাংলা মিরর, ইসলামিক ডাইজেস্ট, ঢাকা কুরিয়ার প্রভৃতি পত্রিকায় নিয়মিত কলাম লেখক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশবাসী সকলের দোয়াপ্রার্থী।
গ্রন্থনা ও সম্পাদনায়- অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: প্রধান সম্পাদক, বিডিক্যাম্পাসনিউজ২৪ডটকম। উপদেষ্টা সম্পাদক, টাইমস-বিডি২৪ ডটকম, পায়রা.নিউজ, শিক্ষাবার্তা ও বিশ্ববিদ্যালয় পরিক্রমা। উপদেষ্টা, তারা টিভি নিউজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রাবন্ধিক, সাহিত্যিক ও কলাম লেখক। বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমের উপস্থাপক ও সংবাদ পাঠক এবং টেলিভিশন টকশো’র সঞ্চালক ও আলোচক।
